আপনার জিজ্ঞাসা
অবিবাহিত ছেলেরা মেয়েদের পড়াতে পারবে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তরের অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৭৫৩তম পর্বে ইমেইল করে ছেলেরা মেয়েদের পড়াতে পারবে কি না, সে সম্পর্কে জানতে চেয়েছেন বিলাল আহমেদ। অনুলিখনে ছিলেন মনিরুজ্জামান মনু।
প্রশ্ন : পারসনালি (ব্যক্তিগতভাবে) আমি একজন ট্রেইনার (প্রশিক্ষক)। এমতাবস্থায় মেয়ে স্টুডেন্ট পড়াতে হয়। আমি অবিবাহিত। আমার মেয়ে স্টুডেন্ট পড়ানো ঠিক কি না, কুরআন-হাদিসের আলোকে বলবেন কি?
উত্তর : সেখানে যদি ছেলে এবং মেয়ে থাকে এবং ক্লাসে যদি মেয়েরা শালীনতা এবং পর্দার মাধ্যমে আসে, তাহলে পড়াতে পারবেন, পড়াতে কোনো আপত্তি নেই। বাকি যদি শুধু মেয়েদের প্রোগ্রাম হয় এবং সেটা যদি শালীন ও পর্দার মাঝে না আসে, তাহলে আপনাকে এ চাকরি পরিহার করতে হবে, বর্জন করতে হবে। যেহেতু এটি শরিয়াহ অনুমোদিত বিষয় নয়। সে ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আর আপনি একজন অবিবাহিত, মানে সেখানে যেকোনো ধরনের একটা ফেতনা আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি আপনি দেখেন যে ছেলেমেয়েদের ক্লাস এবং মেয়েরা, ছেলেরা আছে, কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে থাকে। সেখানে এ ধরনের কোনো আশঙ্কা থাকে না। আসলে ক্লাসরুম তো আশঙ্কার বিষয় না, স্বাভাবিক বিষয়। সে ক্ষেত্রে তারা যদি মানে মেয়েরা স্বাধীনভাবে পর্দার সাথে আসে,তাহলে পড়াতে কোনো আপত্তি নেই।