আপনার জিজ্ঞাসা
গর্ভাবস্থায় মারা গেলে কি শহীদি মর্যাদা পাওয়া যায়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৭৫৮তম পর্বে ই-মেইলের মাধ্যমে সৌদি আরবের জেদ্দা থেকে সুমাইয়া জানতে চেয়েছেন, গর্ভাবস্থায় মৃত্যু হলে কোনো নারী শহীদি মর্যাদা পাবেন কি না। অনুলিখনে ছিলেন মনিরুজ্জামান মনু।
প্রশ্ন : কোনো নারী যদি গর্ভাবস্থায় মৃত্যুবরণ করেন, তবে তিনি কি শহীদি মর্যাদা পাবেন? এ ব্যাপারে ইসলামের বক্তব্য কী?
উত্তর : ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। রাসূলুল্লাহ (সা.)-এর হাদিসগুলো যদি আমরা পর্যালোচনা করি, তাহলে এমনটা বোঝা যায়। রাসূলুল্লাহ (সা.) একটা হাদিসে এরশাদ করেছেন, যে পেটের পীড়ায় অথবা পেটের কোনো কারণে তার মৃত্যু হলো, মানে এটাকে কমন একটা নির্দেশনা দিয়েছেন, তাহলে সে শহীদ বা শহীদের মর্যাদা লাভ করতে পারবে। এটা অনেকটা বোঝা যায়, শাহাদাতের মর্যাদা সে লাভ করতে পারবে। বাকি একেবারে স্পষ্টভাবে, মানে এমন কোনো টেক্সট আসেনি, যে টেক্সটের মধ্যে নির্দিষ্ট করে বলা হয়েছে যে এ অবস্থায় কারো মৃত্যু হলে সে শহীদ অথবা শহীদের মর্যাদা পাবে।