আপনার জিজ্ঞাসা
দুনিয়াবি খেয়াল এলে কি নামাজ নষ্ট হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৭৬২তম পর্বে দুনিয়াবি খেয়ালের কারণে নামাজ নষ্ট হয় কি না, সে বিষয়ে ই-মেইলে জানতে চেয়েছেন মিল্লাত হোসেন। অনুলিখনে ছিলেন মুন্সী আবদুল কাদির।
প্রশ্ন : নামাজের মাঝে যদি দুনিয়াবি খেয়াল এসে যায়, তাহলে কি নামাজ পুনরায় পড়তে হবে?
উত্তর : নামাজের মাঝে যদি কারো দুনিয়াবি খেয়াল এসে যায়, তাহলে নামাজ আবার পড়তে হবে ব্যাপারটি এমন নয়। বরং যখনই এ ধরনের খেয়াল কারো এসে যাবে, তখনই সে মনোযোগ আবার নামাজের মধ্যে নিয়ে আসবে এবং চেষ্টা করবে নামাজের মধ্যে মনোযোগ পরিপূর্ণরূপে দেওয়ার জন্য। এটাই হচ্ছে মূলত করণীয়।
নামাজের মধ্যে মনোযোগ তৈরি হয় যেসব কাজের মাধ্যমে, সেগুলো নামাজের মধ্যে কীভাবে করা যায়, সেগুলো করার জন্য চেষ্টা করতে হবে। নামাজকে সত্যিকারভাবে উপলব্ধি করা বা বোঝার জন্য চেষ্টা করতে হবে। খেয়াল রাখতে হবে যে নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হয় এমন কাজে লিপ্ত হওয়া যাবে না ।
যদি আপনি এগুলো করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে আপনার নামাজের মধ্যে দুনিয়াবি খেয়াল আসছে না। নামাজে আপনি আল্লাহতায়ালার ইবাদত করতে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাচ্ছেন সালাত আদায় করার জন্য। সুতরাং সে ক্ষেত্রে আপনার দুনিয়াবি খেয়াল এসে যাচ্ছে কেন? তাহলে বুঝতে হবে যে, সেখানে কিছু ত্রুটি আছে। এই ত্রুটি সংশোধন করতে হবে। অন্যথায় সালাতের যে ফজিলত রয়েছে, সে ফজিলত আমরা লাভ করতে পারব না।
তাই সালাতের মধ্যে দুনিয়াবি খেয়াল যদি কোনো ব্যক্তির এসে যায়, তার জন্য ওয়াজিব হচ্ছে সঙ্গে সঙ্গে মনোযোগ সালাতের মধ্যে ফিরিয়ে আনা এবং সালাত পড়ে যাওয়া। সালাত নষ্ট হবে না বা দ্বিতীয়বার পড়তে হবে না ইনশাল্লাহুতায়ালা।