আপনার জিজ্ঞাসা
সাহু সিজদার ক্ষেত্রে সালাম ফেরানোর ব্যাপারে হাদিসে কী আছে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৭৬৪তম পর্বে মিরপুর, ঢাকা থেকে ই-মেইলে সাহু সিজদার নিয়ম সম্পর্কে জানতে চেয়েছেন আবদুল্লাহ। অনুলিখনে ছিলেন মুন্সী আবদুল কাদির।
প্রশ্ন : সাহু সিজদার ক্ষেত্রে একদিকে সালাম ফেরানোর ব্যাপারে হাদিসে কোথাও উল্লেখ আছে কি? নাকি দুই দিকেই সালাম ফেরাতে হবে?
উত্তর : সালাম ফেরানো যদি হয়ে থাকে, তাহলে সেটা দুদিকেই ফেরাতে হবে। একদিকে সালাম ফেরানোর বিষয়টি কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। কোনো সহিহ হাদিস এই মর্মে নেই। এটি শুধু ইজতেহাদ হতে পারে।
আবার একদিকে সালাম ফেরানোর বিষয়টি কারো আমল হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। কিন্তু এটি শুদ্ধ নয়। সহিহ সনদে আসেনি। তাই এটা শুধু ইজতেহাদ।
উত্তম হচ্ছে, সালাম ফেরানোর পর যদি আপনি সিজদা সাহু করেন, তাহলে আপনি দুই দিকেই সালাম ফেরাবেন, তার পর আপনি দুটি সিজদা করবেন। আর যদি সালাম ফেরানোর আগেই আপনি সিজদা সাহু করেন, তাহলে আপনি তাশাহুদ শেষ করার পরে দুটি সিজদা দেবেন, তার পর আপনি বসবেন, বসে ডানে-বাঁয়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। তখন আর আপনকে তাশাহুদ পড়তে হবে না।
এটা হচ্ছে সিজদায়ে সাহুর মূল সুন্নাহ তরিকা। সুন্নাহর মাধ্যমে এটি সাব্যস্ত হয়েছে।
তবে বিভিন্ন ইজতেহাদ এ বিষয়ে রয়েছে। তবে ইজতেহাদগুলো মধ্যে আপনি যেটি উল্লেখ করেছেন, সেটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি।