আপনার জিজ্ঞাসা
তাহিয়াতুল অজু কি ফজরের এবং আসরের নামাজের সময় পড়া যাবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৭৭২তম পর্বে চিঠির মাধ্যমে তাহিয়াতুল অজু সম্পর্কে জানতে চেয়েছেন নাসরিন আনোয়ার। অনুলিখনে ছিলেন সজীব খান।
প্রশ্ন : তাহিয়াতুল অজু কি ফজরের এবং আসরের নামাজের সময় পড়া যাবে?
উত্তর : তাহিয়াতুল অজু হচ্ছে অজু করার পরে দুই রাকাত নফল নামাজ আদায় করা (অজু করার পর পরই)। এটাই হলো তাহিয়াতুল অজু। সেটা অজু করার পর পরই আপনাকে পড়তে হবে। অজুর সঙ্গে সম্পৃক্ত সুতরাং জোহর এবং আসরের মধ্যে এটা সীমাবদ্ধ করার দরকার নেই। আপনি যেটা বলেছেন তা ঠিক নয়। আপনি যখনই অজু করবেন তখনই এ নামাজ পড়তে পারবেন। যখনই অজু করবেন তখনই এ নামাজ পড়তে পারবেন, এটা সুন্নাহ। তাহিয়াতুল অজু, অজুর সঙ্গে সম্পৃক্ত।