আপনার জিজ্ঞাসা
প্রাপ্তবয়স্ক হলে বিয়ে করতে কি পরিবারের অনুমতি লাগবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৭৬৪ তম পর্বে মিরপুর, ঢাকা থেকে ইমেইলে বিবাহ সম্পর্কে জানতে চেয়েছেন আবদুল্লাহ। অনুলিখনে ছিলেন মুন্সী আব্দুল কাদির।
প্রশ্ন : প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে কি পরিবারের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে?
উত্তর : ছেলে বিয়ে করতে পারবে। ছেলে তো প্রাপ্ত বয়স্ক হওয়ার পর যেখানে যাক, সেখানেই সে স্বাধীনভাবে বিয়ে করতে পারবে। কিন্তু এ কথা থেকে কেউ যেন এটা না বুঝে যে, ছেলেদের এ ক্ষেত্রে কোনো অভিভাকের প্রয়োজন নেই। কারণ হচ্ছে অভিভাবকের প্রতি দায়িত্ব এতটুকু যে, এ বিষয়ে অভিভাবককে জানানো, তাদের সঙ্গে পরামর্শ করা। এটা কিন্তু ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
অন্যথায় অভিভাকের অমতে গেলে এই জীবন সৌন্দর্যমণ্ডিত হবে না। এতে যথেষ্ট ত্রুটি-বিচ্যুতি দেখা দেবে।
তারপরও ছেলের ক্ষেত্রে ইসলাম যেহেতু এ অনুমোদন দিয়ে দিয়েছে, তাঁর অধিকার রয়েছে। কিন্তু মেয়ের ক্ষেত্রে অভিভাবকের ও অনুমতি লাগবে এবং মেয়েরও অনুমতি লাগবে। দুটোকেই এ ক্ষেত্রে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। মানে মেয়ের অভিভাবক মেয়ের অনুমতি ছাড়া তার ওপর জোর করে বিয়ে দিতে পারবে না, তেমনিভাবে মেয়ে তার খাহিস মতো একদিকে চলে গেল, অভিভাবকের অনুমতি নিল না, সেটাও চলবে না। এখানে দায়িত্বের বিষয়টি অত্যন্ত নিবিড়। কারণ, এখানে পদস্খলনের বেশি সম্ভাবনা রয়েছে, অবক্ষয়ের বেশি সম্ভাবনা রয়েছে, পাশাপাশি সামাজিকভাবে মেয়ের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ার কারণে ইসলাম এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিয়েছে। কারণ দায়িত্বশীলতা থেকে মুক্ত হয়ে গেলে সমাজে অনাচার অনেক বৃদ্ধি পেয়ে যাবে।