আপনার জিজ্ঞাসা
ছেলেরা কি হাতে মেহেদি দিতে পারবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৭৭৪তম পর্বে চিঠির মাধ্যমে হাতে মেহেদি নেওয়া সম্পর্কে ঢাকার রামপুরা থেকে জানতে চেয়েছেন শহীদুল ইসলাম। অনুলিখনে ছিলেন সজীব খান।
প্রশ্ন : ছেলেরা কি হাতে মেহেদি দিতে পারবে?
উত্তর : হাতে মেহেদি দেওয়া নিয়ে কিছু বিতর্ক রয়েছে। তবে দিতে চাইলে দিতে পারবে। কিন্তু ওলামায়েকেরামদের কেউ কেউ বলেছেন, যেহেতু মহিলারাই মেহেদি বেশি ব্যবহার করে, এটা নির্ভর করছে এলাকার প্রচলনের ওপর। আবু বক্কর (রা.) দাড়িতে মেহেদি ব্যবহার করেছেন। যদি শুধু মহিলাদের জন্য জায়েজ হতো, তাহলে পুরুষদের দাড়িতে নেওয়া জায়েজ হতো না। সুতরাং যাঁরা বলেছেন, মেহেদি শুধু মহিলারা ব্যবহার করবে, তা ঠিক নয়। পুরোটাই নির্ভর করছে এলাকার প্রচলনের ওপর।