আপনার জিজ্ঞাসা
মা-বাবার উদ্দেশে কোরআন খতম করা যাবে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৭৭৪তম পর্বে চিঠির মাধ্যমে ঢাকার বাড্ডা থেকে কোরআন খতম সম্পর্কে জানতে চেয়েছেন আয়শা খাতুন। অনুলিখনে ছিলেন সজীব খান।
প্রশ্ন : কোরআন শরিফ খতম করার নিয়ম কী? মা-বাবার উদ্দেশে কোরআন শরিফ খতম করা যাবে কি?
উত্তর : কোরআন শরিফ খতম তো আল্লাহর উদ্দেশে হতে পারে। আল্লাহর সন্তুষ্টির জন্য হতে পারে। মা-বাবার জন্য কোরআন শরিফ খতম করবেন না। এটা শুদ্ধ নয়। আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন খতম করবেন। তার পর আপনি মা-বাবার জন্য দোয়া করবেন।
কোরআন শরিফ খতম করার জন্য সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করাই হলো কোরআন শরিফ খতম করা। এর মধ্যে সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই যে সেই নিয়ম অনুযায়ী আপনি তেলাওয়াত করবেন। কিন্তু কোরআন শরিফ প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত না করলে খতম হবে না এবং সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য খতম করতে হবে। মা-বাবার সন্তুষ্টির জন্য নয়।
আপনি খতম করার পর মা-বাবার জন্য দোয়া করবেন। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কোরআন খতম করবেন। তাহলেই সেটা কোরআন খতম হবে। অন্য কোনো উদ্দেশ্যে খতম করলে আপনি গুনাহগার হবেন, যদি সেটা আপনি মা-বাবার উদ্দেশে খতম করেন। কোরআন শুধু খতম করলেই হবে না, তার অর্থ বুঝতে হবে। কোরআন শরিফ খতম করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কোরআন উপলব্ধি করাও গুরুত্বপূর্ণ বিষয়।