আপনার জিজ্ঞাসা
মহানবীকে (সা.) স্বপ্নে দেখলে কি জান্নাতি হওয়া যায়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসায় মহানবীকে (সা.) স্বপ্নে দেখলে জান্নাতে যাওয়া যায় কি না, সে বিষয়ে ফোনে জানতে চেয়েছেন রাজীব। প্রশ্নোত্তরের অনুলিখন করেছেন রেজাউল করিম।
প্রশ্ন : রাসুলুল্লাহকে (সা.) যে স্বপ্নে দেখবে, সে কি জান্নাতি?
উত্তর : না, এ রকম কোনো হাদিসে সাব্যস্ত হয়নি। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে আমাকে স্বপ্নে দেখল, সে আমাকে সত্যিকারভাবে দেখল।’
কিন্তু এটা খুব কঠিন একটা বিষয়। সেটা হলো রাসুলুল্লাহকে (সা.) যিনি স্বপ্নে দেখেছেন, তিনি যে রাসুলুল্লাহকেই (সা.) দেখেছেন, সেটি প্রমাণিত হবে কীভাবে? প্রমাণিত হবে যদি রাসুলুল্লাহর (সা.) দেহের যে বৈশিষ্ট্যের কথা বর্ণনা করা হয়েছে, ঠিক সেভাবে মিলে যায় এবং সেভাবেই যদি দেখেন। তাহলে বলা যাবে, তিনি রাসুলুল্লাহকে (সা.) দেখেছেন। অন্যথায়, তিনি রাসুলুল্লাহকে (সা.) দেখেননি।
রাসুলুল্লাহকে (সা.) স্বপ্নে দেখার সঙ্গে জান্নাতে যাওয়ার কোনো সম্পৃক্ততা নাই।