আপনার জিজ্ঞাসা
চুলে কলপ করলে কি নামাজ হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসায় রংপুর থেকে আলমগীর ফোনের মাধ্যমে জানতে চেয়েছেন চুলে কলপ দেওয়া নিয়ে। প্রশ্নোত্তরের অনুলিখনে ছিলেন রেজাউল করিম।
প্রশ্ন : মাথায় কলপ বা কালার করে নামাজ পড়া জায়েজ আছে কি না, এ বিষয়ে জানতে চাই।
উত্তর : হ্যাঁ, আপনি যদি মাথায় কালার করেন, সেটা কালো রং না দিয়ে অন্য রং দিতে পারেন। মেহেদিও দিতে পারেন, যেটি জায়েজ এবং এটি দিয়ে সালাত আদায় করা জায়েজ। সালাত তো আদায় করতেই হবে। এটি তো হারাম না, এটি কোনো নাপাক বস্তুও না।
সুতরাং, এটি দিয়ে সালাত আদায় করতে পারবেন এবং এটি ব্যবহারও করতে পারবেন। এটি ব্যবহার করা জায়েজ রয়েছে।
কালো রঙের বিষয়ে আপত্তি আছে। কালো রঙের সঙ্গে মিশ্রণ করে কলপ করা যেতে পারে। কালো পরিহার করার বিষয়ে রাসুলুল্লাহ (সা.) নির্দেশ দিয়েছেন, ‘কালো বর্জন করে অন্য কোনো রং ব্যবহার করতে পারেন।’