আপনার জিজ্ঞাসা
প্রচলিত ইলিয়াসি, তাবলিগি জামাত কি ঠিক?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৮০০তম পর্বে চিঠির মাধ্যমে প্রচলিত ইলিয়াসি, তাবলিগি জামাত সম্পর্কে জানতে চেয়েছেন মুক্তার হোসেন। অনুলিখনে ছিলেন সজীব খান।
প্রশ্ন : প্রচলিত ইলিয়াসি, তাবলিগি জামাত কি ঠিক?
উত্তর : এ কথা একেবারেই চূড়ান্ত বলা যায় না। জামাতের সব কাজই একেবারে ঠিক না। আমরা যেকোনো কাজ কোরআন ও সুন্নাহের মানদণ্ডে মূল্যায়ন করব। যখন কোনো জামাত বা দল গঠন হয়ে থাকে, তাদের সুনির্দিষ্ট কর্মসূচি থাকে। এর মধ্যে মানুষের যখন সমাবেশ হয়, মানুষই এ কর্মসূচি অন্যদিকে নিয়ে যায়। বিভিন্ন দিকে সেটাকে মানুষ নিয়ে যেতে পারে। সব মানুষ কিন্তু একই পর্যায়ে নয়। সব মানুষ একই জ্ঞানের নয়, সব মানুষ একই রুচির নয়। ফলে সেখানে কোনো না কোনো কারণে ভিন্নতা বা সংমিশ্রণ হতে পারে। ফলে দেখা গেছে, এই জামাতগুলোর ওপর সরাসরি হুকুম দেওয়া কঠিন কাজ। এটা শুদ্ধ কাজ নয়; বরং আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই, যে জামাতের কথাই বলুন বা যেকোনো জামাতের কথা বলুন না কেন, তাদের যে কাজগুলো আছে তা রাসূল (সা.)-এর সুন্নাহের মানদণ্ডে ওজন করব।
সুন্নাহের মানদণ্ডে যেগুলো উত্তীর্ণ হবে, সেগুলো গ্রহণযোগ্য। সেগুলোর ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য থাকবে না। আর যেগুলো সুন্নাহের মানদণ্ডে গ্রহণযোগ্য নয় বা যেগুলো বিভ্রান্তিকর, সেগুলো পরিহার করব বা বর্জন করব। সেগুলো সংশোধন করে নেব।