আপনার জিজ্ঞাসা
সম্ভ্রম রক্ষার্থে কসম খেলে কি কাফফারা দিতে হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৮০৫তম পর্বে ই-মেলের মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানতে চেয়েছেন, সম্ভ্রম রক্ষার্থে কসম খেলে কাফফারা দিতে হয় কি না। অনুলিখনে ছিলেন মনিরুজ্জামান মনু।
প্রশ্ন : একজন মেয়ে পরিস্থিতির শিকার হয়ে নিজের সম্ভ্রম রক্ষা করার জন্য ছেলেটির মায়ের কসম দিয়েছিল। এ কসমের কারণে ছেলেটি থেমে যায়। মেয়েটি জানে, কসম একমাত্র আল্লাহর নামে হয়। কিন্তু পরিস্থিতির সে মুহূর্তে সে তার মায়ের নামে কসম দিয়ে ফেলে, এ ক্ষেত্রে কি কসমের কাফফারা দিতে হবে?
উত্তর : না, এ ধরনের কসমের কোনো কাফফারা নেই। তবে এটি গুনাহ, তাকে অবশ্যই তওবা করতে হবে। কারণ, এই কাজ তিনি হারাম কাজ করেছেন এবং কেউ কেউ এটাকে শিরক বলেছেন। যেহেতু কোনো ব্যক্তির নামে কসম করার বিষয়ে রাসূলুল্লাহ (সা.)-এর হাদিসের মধ্যে রয়েছে, ‘যে ব্যক্তি গায়রুল্লাহর নামে কসম করল, সে শিরকে লিপ্ত হলো।’
তবে এ ক্ষেত্রে যেহেতু সম্ভ্রম বাঁচানোর জন্য অনিচ্ছাকৃতভাবে কসম দিয়েছেন, সেহেতু এই কাজ আপনার শুদ্ধ হয়নি। এটি হারাম কাজ হয়েছে। বাকি যেটি হয়েছে, সেটি হলো কসমটি আপনি কীভাবে দিয়েছেন, সেটাও কিন্তু এখানে স্পষ্ট করেননি। সেটার ওপর নির্ভর করছে এর হুকুম। তবে এ কাজ থেকে আপনাকে তওবা করতে হবে এবং এটাই যথেষ্ট। এর জন্য কোনো কাফফারা দিতে হবে না।