আপনার জিজ্ঞাসা
টেলিফোনে বিয়ে করা কি জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৮০১তম পর্বে ই-মেইলের মাধ্যমে আমীর হোসেন প্রবাসে অবস্থানরত অবস্থায় টেলিফোনে বিয়ে সম্পর্কে জানতে চেয়েছেন। অনুলিখনে ছিলেন সজীব খান।
প্রশ্ন : কোনো নারী ও পুরুষ প্রবাসে অবস্থানরত অবস্থায় দেশে অবস্থানকারী কোনো নারী ও পুরুষকে টেলিফোনের মাধ্যমে বিয়ে করতে পারবে কি ? ইসলামী শরিয়ামতে তা জায়েজ হবে কি?
উত্তর : বিয়ে করতে ইসলামী শরিয়তে নিষেধ নেই। কিন্তু এ বিয়েতে ফায়দাটা কী? তেমন কোনো ফায়দা নেই। এ ধরনের বিয়ে হয় এবং তা ক্ষতিগ্রস্ত হয়, এগুলো আমরা লক্ষ করে আসছি। ইসলামী শরিয়াহ অনুযায়ী এটি জায়েজ। তবে দুজনারই দুই জায়গাতেই সাক্ষী থাকতে হবে। প্রবাসে এবং দেশে দুই জায়গাতে সাক্ষী থাকতে হবে। সাক্ষী দুটি নিশ্চিত হলে কবুল হতে পারে। তবে এ ধরনের কবুলের অতিরিক্ত কোনো ফায়দা আমি দেখি না। বিয়ে একটি সামাজিক বন্ধন। বিয়ের পর দুজন একসঙ্গে বসবাস করবে, একে অপরের সুখ-দুঃখের শরিক হবে। আর কবুল হলো, কিন্তু দীর্ঘদিন দেখা নাই, সাক্ষাৎ নেই। এ ধরনের বিয়ে সাধারণত বেশিদিন টেকে না।