আপনার জিজ্ঞাসা
কম্পিউটারে গেমস খেলা কি জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৮২৫তম পর্বে ই-মেইলের মাধ্যমে আবীর কম্পিউটারে গেমস খেলা সম্পর্কে জানতে চেয়েছেন। অনুলিখনে ছিলেন মনিরুজ্জামান মনু।
প্রশ্ন : কম্পিউটারে গেমস খেলা কি জায়েজ আছে?
উত্তর : গেমস তো আসলে এক প্রকার নয়, বহু প্রকারের আছে। এখন কোন প্রকারের খেলার কথা বলছেন, সেটা আমি জানি না। বাকি যদি হারাম কোনো বিশেষ সম্পৃক্ত না থাকে আর সেখানে যদি সময়ের কোনো অপচয় না থাকে, তাহলে এটি হালাল হতে পারে। কিন্তু আজকে খেলার মধ্যে মূলত বিনোদনের নামে সময়ের যথেষ্ট অপচয় এবং হারাম জিনিস সম্পৃক্ত হয়ে যাচ্ছে। ফলে খেলার ওপর এখন সরাসরি ফতোয়া দেওয়ার সুযোগ নেই। সরাসরি বলার সুযোগ নেই যে এটা হালাল অথবা হারাম।