উচ্ছ্বাস-উদ্দীপনায় সারা দেশে বাণী অচর্না
ঢাক-ঢোল, শঙ্খ আর উলুধ্বনির উচ্ছ্বাসে সারা দেশে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা। রোববার সকাল থেকে দেশব্যাপী ভক্ত ও শিক্ষার্থীরা শিক্ষা ও সংগীতের দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলছে বিদ্যা দেবীর আরাধনা।
দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ :
জয়পুরহাট : দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনার মধ্য দিয়ে জয়পুরহাটের বিভিন্ন পূজামণ্ডপ ও শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট সরকারি মহিলা কলেজেসহ জেলার বিভিন্ন স্থানে পূজা অনুষ্ঠিত হয়।
মাগুরা : সকালে বাণী অর্চনার মধ্য দিয়ে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট, মহিলা কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা উদযাপিত হয়।
নাটোর : মন্ত্রপাঠ, শঙ্খধ্বনি,পূজা-অর্চনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে নাটোরে পূজা উদযাপিত হয়েছে। প্রায় সব পূজামণ্ডপে শিক্ষার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।
শেরপুর : সন্ত্রাস, বোমাবাজি বন্ধে এবং সমঝোতার মাধ্যমে দেশ গড়ার আহ্বান জানিয়ে সরস্বতী পূজা উপলক্ষে শান্তি পদযাত্রা করেছে শেরপুরের বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শেরপুর সাংস্কৃতিক সংসদ, সম্মিলিত সামাজিক আন্দোলন, উদীচী শিল্পীগোষ্ঠী, শেরপুর আইটি ক্লাব, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, ঝংকার সাংস্কৃতিক সংসদ, তৃষ্ণা শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা ও পাতাবাহার খেলাঘর আসরসহ কয়েকটি সংগঠন এই পদযাত্রার আয়োজন করে।
ঝিনাইদহ : বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে পাড়া-মহল্লায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে ঝিনাইদহে। শিক্ষার্থীরা পূজার মণ্ডপগুলোতে ভিড় করছে।
মাদারীপুর : মাদারীপুরের তিন শতাধিক মণ্ডপে বিদ্যার দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়েছে। সকালে অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে পূজা শুরু হয়। পূজা উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জা করা হয়েছে।
মাদারিপুর জেলা শহরের সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারি সুফিয়া মহিলা কলেজ, অনুভব বহুমুখী সমিতিসহ নানা সংগঠন ও ব্যক্তি পর্যায়ে পূজা অনুষ্ঠিত হয়। জেলার সদর উপজেলায় ৯২টি, রাজৈরে ১০১টি, শিবচরে ৪৮টি ও কালকিনি উপজেলায় ৪০টি মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।