১ ফেব্রুয়ারি পবিত্র ফাতেহা-ই ইয়াজদাহম
বাংলাদেশের আকাশে আজ বুধবার পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে ১৪৩৬ হিজরি সনের রবিউস সানি মাস শুরু হবে। সে মোতাবেক ১ ফেব্রুয়ারি রোববার পবিত্র ফাতেহা-ই ইয়াজদাহম পালিত হবে।
সরকারি এক তথ্যবিবরণীতে জানানো হয়, বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত নেয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য মো. শহিদুজ্জামান এ সভায় সভাপতিত্ব করেন।
সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদ, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. মাকছুদুর রহমান পাটোয়ারী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আমজাদ হোসেন খান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ প্রফেসর সিরাজউদ্দিন আহমাদ, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. অহিদুল ইসলাম, ঢাকা জেলার এডিসি মো. জসিম উদ্দিন, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্রের ( স্পারসো) পিএসও মো. শাহ আলম, আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক সামছুদ্দিন আহমেদ ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী উপস্থিত ছিলেন।