বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব : সদরঘাট বাস স্টেশনে মুসল্লিদের ভিড়
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি)। ইজতেমার ময়দানে ইতোমধ্যেই প্রবেশ করতে শুরু করেছেন মুসল্লিরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সদরঘাট বাস স্টেশনে মুসল্লিদের ভিড় লক্ষ করা গেছে। সদরঘাট থেকে উত্তরাগামী বাসে ওঠার জন্য অপক্ষোয় রয়েছেন যাত্রীরা। কিছু কিছু বাসে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলেও অভিযোগ ইজতেমাগামী মুসল্লিদের।
সরেজমিনে দেখা গেছে, উত্তরাগামী বাসের সংকট। যেগুলো আছে চাওয়া হচ্ছে বেশি ভাড়া। অনেক মুসল্লিরাই হেঁটে রওনা হয়েছেন গুলিস্তানের উদ্দেশে। কেউ কেউ অন্যান্য বাসে করে যাচ্ছেন গুলিস্তান। উদ্দেশ্য সেখান থেকে মেট্রোরেল অথবা বাসে চড়ে যাবেন ইজতেমার ময়দানে।
আরও পড়ুন : পরিবহণ সংকটে ইজতেমা ফেরত মুসল্লিরা, মেট্রোরেল-ট্রেনে ভরসা
গুলিস্তানের উদ্দেশে হাঁটতে থাকা হাবিবুর রহমানের (৪০) সঙ্গে কথা হয় তাঁতীবাজার মোড়ে। তিনি জানান, বাসের জন্য অপেক্ষা করেছেন দীর্ঘ সময়। শেষে সিদ্ধান্ত নেন মেট্রোরেলে চড়ে যাবেন ইজতেমার উদ্দেশে। মেট্রোর সচিবালয় স্টেশন পর্যন্ত পৌঁছাবেন হেঁটে-হেঁটেই। এত পথ হাঁটবেন জিজ্ঞাসা করায় তিনি বলেন, ‘সারা রাত লঞ্চে বসে ঢাকায় এসেছি। সকাল বেলা রাস্তা খালি। হাঁটতে অসুবিধা হয় না। অল্প সময়েই মেট্রো স্টেশন বা গুলিস্তানে পৌঁছে যাব। সেখান থেকে অনেক গাড়ি (বাস) পাওয়া যেতে পারে। মেট্রোতে টিকিট না পেলে গাড়িতে করে চলে যাব।’
সদরঘাট থেকে মিরপুরগামী বিহঙ্গ পরিবহণে এক মুসল্লি মাহমুদুল অভিযোগ করে বলেন, ‘উত্তরাগামী বাসে উঠতে গিয়ে দেখি বেশি ভাড়া চাচ্ছে। তাই এই বাসে করে গুলিস্তান যাচ্ছি। সেখানে অনেক বাস আছে। টঙ্গীর বাস পাওয়া যাবে।’
আরও পড়ুন : আখেরি মোনাজাতে ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
এর আগে মঙ্গলবার বিকেলে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আয়োজক কমিটি গাজীপুর জেলা প্রশাসকের কাছে ময়দান বুঝিয়ে দেয়। পরে জেলা প্রশাসক দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজক কমিটির কাছে ইজতেমা ময়দান বুঝিয়ে দেয়।
ইজতেমা ময়দানের নিরাপত্তার বিষয়ে শহীদ আহসান উল্লাহ স্টেডিয়ামে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমে প্রেস ব্রিফিং করেন জিএমপি কমিশনার মাহবুব আলম। তিনি বলেন, ‘ইজতেমা ময়দানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আমরা প্রস্তুত রয়েছি। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও আইনশৃঙ্খলা বাহিনী ময়দানে আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।’
আগামীকাল বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অনুসারী মুসল্লিরা অংশ নেবেন। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব অর্থাৎ বিশ্ব ইজতেমার ৫৭তম আসর।