মুন্সীগঞ্জে চার নদীর মোহনায় অষ্টমী স্নানে পুণ্যার্থীদের ঢল
পাপমোচন ও পূণ্যলাভের আশায় মুন্সীগঞ্জে চার নদীর মোহনায় সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নানে পুণ্যার্থীর ঢল নেমেছে। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) ভোর থেকে জেলা সদরের হাট লক্ষ্মীগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীর তীরে ঐতিহ্যবাহী স্নান উৎসবে অংশ নিতে উপস্থিত হয়েছেন শত-সহস্র ভক্ত।
ভক্তরা জানান, চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পুণ্যস্নান সম্পন্ন করেন সনাতন ধর্মাবলম্বীরা। ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্নানের উত্তম লগ্ন ঠিক করা হয়েছে। খালি পায়ে ফুল-ফল নিয়ে নদী তীরে উপস্থিত হয়ে স্নান করছে বিভিন্ন বয়সী নারী-পুরুষ। উলুধ্বনি ও নানা বাসনায় করা হচ্ছে প্রার্থনা। নদীতে ভাসানো হচ্ছে কলা-চিনি। পরে মন্ত্রপাঠ ও কালীমন্দিরের পূজায় অংশ নেন ভক্তরা। এ উপলক্ষে এলাকা জুড়ে বসেছে মেলা।
এদিকে স্নান উপলক্ষে তীরে বিভিন্ন প্রস্তুতি নিয়েছে স্নান উৎসব কমিটি। নিরাপত্তায় রয়েছে ফায়ার সার্ভিসের ইউনিট। দিনব্যাপী স্নানোৎসব চলবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।