হজের খুতবা কবে-কখন?
পবিত্র হজ উপলক্ষে সৌদি আরবের মক্কার ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আরাফাতের ময়দানে সমবেত হবেন বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ মানুষ। এবার আরাফাত ময়দানের নামিরাহ মসজিদ থেকে হজের খুতবা দেবেন শায়েখ ড. মাহের আল মুয়াইকিলি। ৯ জিলহজ, অর্থাৎ ১৫ জুন জোহরের নামাজের পর পবিত্র হজের খুতবা পাঠ করবেন শায়েখ ড. মাহের আল মুয়াইকিলি।
প্রতিবারের মতো এবারও আরাফাতের ময়দানে লাখ লাখ হজযাত্রীর কণ্ঠে সমস্বরে উচ্চারিত হবে—‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা, ওয়ান্নি মাতা লাকা ওয়াল্মুল্ক্, লা শারিকা লাকা’। এর বাংলা অর্থ ‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার’।
এ বছর হজের আরবি খুতবাটি বাংলাসহ বিভিন্ন ভাষায় শোনা যাবে। বাংলায় হজের খুতবা শোনা যাবে মানারাতুল হারামাইন ওয়েবসাইট ও তাদের মোবাইল অ্যাপে। ওয়েবসাইট লিঙ্ক হলো : https://manaratalharamain.gov.sa/arafa/arafa_sermon/bn
এ ছাড়া, অন্য ভাষাগুলোতে খুতবা শুনতে যেকোনো ডিভাইস থেকে মানারাতুল হারামাইন (https://manaratalharamain.gov.sa/) ওয়েবসাইটে প্রবেশ করে একটি ভাষা নির্বাচন করলে খুতবার অনুবাদ শোনা যাবে। একইসঙ্গে মানারাতুল হারামাইন মোবাইল অ্যাপেও তা শোনা যাবে। আর ওয়েবসাইটে বিগত বছরের খুতবা ও এর অনুবাদও পাওয়া যাবে।