আপনার জিজ্ঞাসা
বোনের সঙ্গে সম্পর্ক না রাখলে কি জান্নাতে যাওয়া যাবে না?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৬০তম পর্বে একজন থেকে জানতে চেয়েছেন, বোনের সঙ্গে সম্পর্ক না রাখলে কি জান্নাতে যাওয়া যাবে না? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
বোনের সঙ্গে সম্পর্ক না রাখলে কি জান্নাতে যাওয়া যাবে না? এই তথ্যটি আমার বোনটি বিভিন্ন জায়গায় পেয়েছে।
উত্তর : ধন্যবাদ আপনাকে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ব্যাপারটি ইসলামে এসেছে। এটি অত্যান্ত গুরুত্বপূর্ণ। বোন যেহেতু আত্মীয় তাই বোনের সঙ্গেও সম্পর্ক রাখা গুরুত্বপূর্ণ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবেন না। এই মর্মে রাসুল (সা.) স্পষ্ট বলে গেছেন। রাসুল (সা.) বলেছেন, তিনদল লোক জান্নাতে প্রবেশ করবেন না। প্রথমটি হলো, পিতামাতার অবাধ্য সন্তান, দ্বিতীয় ব্যক্তি হলো সেই নারী যারা পুরুষের বেশ ধারণ করেছে। আর তৃতীয়ত হলো, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। এখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ও বোনের সঙ্গে সুসম্পর্কের বিষয়টির মধ্যে ফারাক থাকতে পারে হয়তো। মোটকথা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাই একজন মুমিনের দায়িত্ব।