আপনার জিজ্ঞাসা
দুনিয়ার কোনো দম্পতি কি জান্নাতে একসঙ্গে থাকবে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৮৯তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, দুনিয়ার কোনো দম্পতি কি জান্নাতে একসঙ্গে থাকবে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
দুনিয়ার কোনো দম্পতি কি জান্নাতে এক সঙ্গে থাকবে?
উত্তর : ধন্যবাদ আপনাকে প্রশ্নটির জন্য। দুনিয়ার কোনো দম্পতিকে জান্নাতে থাকতে হলে দুজনকেই জান্নাতি হতে হবে। আর কেউ যদি জান্নাতি হতে চান তাহলে অবশ্যই সেভাবে আমল করতে হবে। আবার যদি কোনো ব্যক্তি জান্নাতি হন ও তার স্ত্রীও জান্নাতি হন তাহলে তারা চাইলে একসাথে থাকতে পারবেন। তবে আল্লাহর জান্নাতের মধ্যে দুনিয়ার যে অবস্থা তেমন থাকবে না। জান্নাত হলো নেয়ামত উপভোগ করার জায়গা। দুনিয়ার যে সীমাবদ্ধতা আছে সেসব থাকবে না। এখন স্বামী যদি জান্নাতি হন আর স্ত্রী যদি জাহান্নামি হয় তাহলে স্বামী সুপারিশ করতে পারবেন। এখানে অবশ্যই সুপারিশ করার যোগ্যতাও থাকতে হবে। এটা নির্ভর করে যোগ্যতার মাধ্যমে। সেটি আরেকটি বিষয়। আসলে সবমিলিয়ে দুনিয়ার অভিজ্ঞতা দিয়ে জান্নাতকে বিবেচনা করা যায় না। জান্নাত কল্পনার চেয়েও অনেক বেশিকিছু।