রম্য
ফাঁকিবাজদের দাবিনামা!
সারা দেশে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। ভালো শিক্ষার্থীদের জন্য পরীক্ষায় পাস এবং ভালো মার্কস পাওয়ার জন্য পড়ালেখার কোনো বিকল্প নেই। কিন্তু ফাঁকিবাজ শিক্ষার্থীরা পরীক্ষায় পাসের জন্য কী কী দাবি তুলতে পারে, চলুন দেখে আসি।
১. পরীক্ষার আগের রাতে অবশ্যই প্রশ্ন ফাঁস করে দিতে হবে যেন কম পরিশ্রম করেই পাস এবং বেশি মার্কস অর্জন করা যায়!
২. কমনের বাইরে কোনো প্রশ্ন এলে সেই প্রশ্ন বাতিল বলে ঘোষণা করে দিতে হবে এবং ওই প্রশ্নে কোনোরূপ পরীক্ষা গ্রহণ করা যাইবে না!
৩. পরীক্ষার হলে বই কিংবা টোকেন দেখে নকল করার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। কারণ, নকল করা কোনো খারাপ কাজ নয়। এটা একটা আর্ট, যেটা সবাই আয়ত্ত করতে পারে না।
৪. একেকটা পরীক্ষার পর কমপক্ষে এক মাস করে বন্ধ দিতে হবে যেন পরের পরীক্ষার জন্য ভালোমতো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাওয়া যায়।
৫. কোনো শিক্ষার্থী একটু ভালো উত্তর লিখতে পারলে তাকে ১০-এ ৭ নম্বর কেন দেবেন? দরকার পড়লে ১০ নম্বরের উত্তরের জন্য শিক্ষকরা ১২-১৪ও দিয়ে দেবেন। কারণ, নম্বর দিতে কোনো টাকা বা কষ্ট করা লাগে না!
৬. ফেসবুক বর্তমানে আমাদের রক্তের সঙ্গে মিশে গেছে! টানা তিন/চার ঘণ্টা ফেসবুকে না আসা অক্সিজেনের অভাবে মরে যাওয়ার সমান। তাই পরীক্ষার হলে ফেসবুক চালানো উন্মুক্ত ঘোষণা করে দিতে হবে।