রম্য
বুঝবেন কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ঝুঁকিতে?
একের পর এক বন্ধ হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট। অনেকে ঠিক জানে না, কোন কারণে তাদের ফেসবুক অ্যাকাউন্ট গায়েব হচ্ছে। প্রিয় পাঠক, আসুন হাস্যরসের কাল্পনিক তদন্তের মাধ্যমে কিছু কারণ জেনে নিই।
১. ফেসবুকে পৈতৃক দেওয়া নাম ইব্রাহিম আলী হয়ে যায় আব্রাহাম অ্যালন কিংবা মর্জিনা আক্তার হয়ে যায় অ্যাঞ্জেল জারা। যাঁরা এভাবে নিজের নাম পরিবর্তন করেন, তাঁদের ফেসবুক অ্যাকাউন্ট ঝুঁকিতে আছে।
২. নিজের ছবিতে বন্ধুদের ট্যাগ করলে, তার ফ্রেন্ডলিস্টের মেয়েরা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে—এ নিয়তে যারা অন্যের ফেসবুক অ্যাকাউন্টে নিজের চাঁদবদনের ছবি কারণে-অকারণে ট্যাগ দাও, তাদের অ্যাকাউন্ট ঝুঁকিতে আছে। ফেসবুক কর্তৃপক্ষ এইবার আপনাদের আজীবনের জন্য ত্যাগ করবে। সুতরাং যতদিন আছেন, ইচ্ছেমতো ট্যাগ দিন।
৩. সওয়াবের আশায় কিংবা দ্রুত সময়ে বিবাহ হবে—এই মনোবাসনা পূর্ণ করার লক্ষ্যে যারা এক মেসেজ ২০/২৫ জনকে দাও, তাদের ফেসবুক কর্তৃপক্ষ আজীবনের জন্য শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবে। ফেসবুকে আর আসতে হবে না।
৪. কথায় আছে, দুদিনের ফেসবুকার, লাইকাররে কয় ভক্ত। যারা এত দিন অটোলাইক কিনে নিজেদের ভক্তসংখ্যা বেড়েছে বলেছেন, তারা কয়েক দিনের মধ্যে আমাদের মাঝে আর থাকবেন না। অর্থাৎ ফেসবুক মামা আপনাদের ভক্তসহ অনলাইন থেকে অফলাইনে দিয়ে দেবে।