রম্য
কেন নোয়াখালী বিভাগের দাবি, জানেন?
নোয়াখালী জেলা দেশের অন্যতম টপ লেভেলের একটি জেলা। এ জেলার অনেক নামডাক রয়েছে। কিন্তু এ মুহূর্তে ফেসবুকে ঢুকলেই সবাই দেখতে পাচ্ছি, ‘এক দফা এক দাবি, নোয়াখালী বিভাগ চাই!’ কিন্তু কেন? চলুন, তবে দেখে আসি, ফেসবুকীয় এমন দাবির কিছু কারণ :
- লোকমুখে শোনা যায়, নোয়াখালীর লোকেরাই নাকি প্রথম চাঁদে পা রেখেছিল! নীল আর্মস্ট্রং স্বয়ং প্রথমবার নাকি নোয়াখালীর লোকের সঙ্গে চাঁদে বসে চাও খেয়ে আসেন। এমন সব আজগুবি তথ্যের ভিত্তিতে তারা নোয়াখালীকে বিভাগ হিসেবে দেখতে চাইতেই পারে! কী বলেন?
- আরো শুনতে পাওয়া যায়, মাটির নিচে যদি ৭০ হাত গর্ত করা হয়, তবুও হয়তো সেখানে নোয়াখালীর কাউকে না কাউকে পাওয়া গেলেও যেতে পারে। আর তাই এমনই অলৌকিক ক্ষমতার দাবিদারস্বরূপ তারা নোয়াখালীকে বিভাগরূপে দেখতে চায়।
- পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কেউ নাকি নোয়াখালীর কারোর সঙ্গে কোনো কিছু করে জিততে পারেনি; বরং উল্টো হয়েছে বরংবার! কেউই তাঁদের হাত থেকে নিস্তার পান, এমনই যোগ্যতার অধিকারী হওয়ায় তাঁরা ফেসবুকে নোয়াখালীকে বিভাগরূপে দেখতে চাইতেই পারেন।
- যে হারে বিভিন্ন জেলা থেকে পদোন্নতি নিয়ে বিভাগে রূপান্তর হচ্ছে, তারই অংশ হিসেবে নোয়াখালীও কেন পিছিয়ে থাকবে? যার জন্য ফেসবুকে নোয়াখালীকে বিভাগ করতে জোরের সঙ্গে দাবি তোলা হচ্ছে।
(বি. দ্র. লেখাটির সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, পুরোটাই লেখকের কাল্পনিক মস্তিষ্কপ্রসূত। আর তা শুধুই মজার জন্য, সুতরাং কেউই এর জন্য দায়ী নয়। তা ছাড়া লেখকও নোয়াখালীকে বিভাগ হিসেবে দেখতে চান!)