রম্য
বারবার ফেসবুকে ট্যাগ করায় বাহুবলিকে হত্যা
ফেসবুকে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় বাহুবলিকে কেন কাটাপ্পা মেরেছিলেন? যারা ইতিমধ্যে বাহুবলি-২ দেখেছেন, তাঁরা জেনে গেছেন। কিন্তু যাঁরা এখনো আমার মতো দেখেননি, শুধু তাদের কথা ভেবে হাস্যরসে কাল্পনিক তদন্তে বাহুবলিকে কাটাপ্পা মারার কিছু কারণ বের করেছে। আসুন পড়ে নিই।
১. বাহুবলি ফেসবুকে শুধু কারণে অকারণে কাটাপ্পাকে ট্যাগ করত। বারবার ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও ট্যাগ দেওয়ার বদ অভ্যাস ত্যাগ করেনি কাটাপ্পা। যার জন্য হয়তো রেগে গিয়ে বাহুবলিকে মেরেছিলেন কাটাপ্পা।
২.বাহুবলি হাস্যরসের রম্য পড়ে মনে করত এগুলো নিউজ। সেজন্য কমেন্টে গালাগালি করত, কিন্তু সেটা সহ্য করতে পারেনি কাটাপ্পা। সেজন্য সে বাহুবলিকে হত্যা করে বলল, যে পাঠক হাস্যরস বোঝে না, তার বেঁচে থাকার অধিকার নেই।
৩. ইদানীং সবাই তারকা হতে চায়, আলোচনায় আসতে চায়। আলোচিত হওয়ার জন্যই বাহুবলিকে মারা হয়েছিল।
(বি. দ্র. লেখাটির সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, পুরোটাই কাল্পনিক মস্তিষ্কপ্রসূত। আর তা শুধুই মজার জন্য, সুতরাং কেউই এর জন্য দায়ী নয়।)