রম্য
ফেল করার আসল কারণ!
এসএসসি পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৩৫ ভাগ। অর্থাৎ, বাকি ১৯ দশমিক ৬৫ ভাগ শিক্ষার্থী ফেল করেছে। ব্যর্থ হওয়া কতিপয় শিক্ষার্থীদের কাছ থেকে তাদের ফেল করার আসল কারণ জানুন এখানে!
আপনি এসএসসিতে ফেল করেছেন, কারণ কী?
জনৈক শিক্ষার্থী : ফেল করেছি, কারণ পাস করতে পারিনি!
আপনার ফেল করার কারণ কী?
জনৈক শিক্ষার্থী : কীভাবে পাস করব! পরীক্ষার আগে গরম একটি ইস্যু নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে দিতে সময় চলে গেল! পড়ার সময়ই তো পাইনি!
কী কারণে এসএসসিতে ফেল করেছেন বলে মনে হয়?
জনৈক শিক্ষার্থী : কারণ তো একটা আছেই!
হ্যাঁ, সেই কারণটাই জানতে চাইছি...
শিক্ষার্থী : পরীক্ষার আগে বল্টু মিয়া বলছিল সে আমারে পরীক্ষায় দেখাবে। কিন্তু পরীক্ষার হলে গিয়া সে পল্টি খাইয়া গেল! আমিও ফেল!
আপনি কেন ব্যর্থ হলেন পাস করতে?
জনৈক শিক্ষার্থী : ব্যর্থ না হলে সফলতার মজা পাওয়া যায় না! অতএব....
আপনার ফেল করার পেছনে দায়ী কে?
জনৈক শিক্ষার্থী : দায়ী তো তিনিই, যিনি আমার পরীক্ষার খাতা দেখেছেন! একটু উদার হলে কী এমন হইত!