রম্য
ভক্তের সঙ্গে সেলফি! সাবধান!
ভক্তদের সঙ্গে ছবি তুলে বর্তমানে অনেকেই একটু বিব্রত অবস্থায় আছেন। আর তাই এ থেকে মুক্তির বেশ কিছু উপায় খুঁজে পেয়েছে হাস্যরস বিভাগ। যাই হোক, ভবিষ্যৎ সেলিব্রিটি যাঁরা হবেন, তাঁরা যাতে সেই রকম কোনো সমস্যায় না পড়েন, সেজন্য হাস্যরস কিছু কাল্পনিক উপায় বাতলে দিচ্ছে। আশা করি ফায়দা হবে।
সব ভক্তর সঙ্গে ছবি না তুলে নির্দিষ্ট কিছু ভক্তকে বাছাই করে ছবি তোলেন। সেই ক্ষেত্র ভক্ত বাছাই করা যেতে পারে লটারির মাধ্যমে। যাদের লটারিতে নাম উঠবে, শুধু তাদের সঙ্গে ছবি তুলবেন।
ভক্তদের সঙ্গে যখন ছবি তুলবেন, তখন তাদের আগের রেকর্ড ও ভবিষ্যতের রেকর্ড ঘেটে দেখে নেবেন, যাতে পরে কোনো ঝামেলা না হয়।
কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে, সেখানে কোন কোন ভক্ত ছবি তুলবে তাদের একটা তালিকা প্রথমে নিতে হবে। তারপর তাঁদের বাড়িতে খোঁজ নিয়ে দেখতে হবে সে কেমন। যদি ভালো হয়, তাহলে সংকোচ না রেখেই ছবি তুলেন।