রম্য
স্বামী-স্ত্রীর ফেসবুক চ্যাটের স্ক্রিনশট ফাঁস!
দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। চলছে শপিংয়ের ধুম। এ রকম অবস্থায় জনৈক স্বামী ও স্ত্রীর ফেসবুক চ্যাটের ‘স্ক্রিনশট’ ফাঁস করে দিচ্ছেন এই রম্য লেখক!
স্ত্রী : গেদার বাপ, কানে কথা যাচ্ছে?
স্বামী : হ্যাঁ, যে আওয়াজ দিয়ে নক করেছ, কথা কানে না গিয়ে উপায় কী!
স্ত্রী : তোমার কথার মধ্যে ‘অন্য রকম সুর’ দেখছি...।
স্বামী : আরে কী বলো! বললাম, তুমি এত মিষ্টি আওয়াজে নক করেছে... এই আর কী!
স্ত্রী : তুমি বাসার নিচতলায় আছো?
স্বামী : হ্যাঁ। টিভিতে খেলা দেখছি এবং বেশ ভালো আছি!
স্ত্রী : ভালো তো থাকবেই! আমার সঙ্গে যখন থাকো, তখন তুমি ভালো থাকো না! আমি বুঝি না? সব বুঝি!
স্বামী : তওবা তওবা! কী বলো এইসব! তোমার সঙ্গে থাকলে তো আমি পুরাই ফিদা হয়ে যাই!
স্ত্রী : হয়েছে, মিথ্যাবাজি রাখো! শোন, কালকে আমরা শপিংয়ে যাচ্ছি...।
স্বামী : গত পরশুই না শপিং করে এলে...।
স্ত্রী : মানে! কী বলতে চাও তুমি! একদিন শপিং করেছি বলে খোটা দিচ্ছ!
স্বামী : না, না... আমি বলছিলাম কি, ঈদের শপিং তো একদিন করলেই হয়...।
স্ত্রী : কিপ্টে কোথাকার! পাশের ফ্ল্যাটের ভাবি অলরেডি তিন দিন শপিং করে কত কী কিনেছে...আমার পোড়া কপাল! এমন কিপ্টে স্বামী কেন আমার ভাগ্যে জুটল! হুস ফুস হুস ফুস (কান্নার ইমো!)...
স্বামী : আহা, কান্নার কী হলো!
স্ত্রী : গেদার বাপ, কান খুলে শুনে রাখো, তুমি যদি আমাকে শপিংয়ে নিয়ে না যাও, তবে কাল থেকে বাসার চুলায় আগুন জ্বলবে না, পরশু থেকে বাসায় আমি থাকব না, এর পরদিন থেকে কী হবে, তা আপাতত বলছি না...।
স্বামী : এসব কথা বলতে নেই, গেদার মা! তোমাকে নিয়ে শপিংয়ে যাব না তো কাকে নিয়ে যাব! (মনে মনে, মাইরালছে!)।