রম্য
চিকুনগুনিয়া যার যার, মশা সবার
ঢাকায় এখন চলছে চিকুনগুনিয়ার রোগের দাপট। বলা যায়, ঢাকার প্রায় সব মানুষই বর্তমানে চিকুনগুনিয়ায় আক্রান্ত। অর্থাৎ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, সবার অন্ততপক্ষে একবার হলেও চিকুনগুনিয়া রোগের স্বাদ গ্রহণ করতে হচ্ছে। তো এই চিকুনগুনিয়া রোগের জন্য মশারা এখন আলোচনায়।পত্রিকা কিংবা টিভি মিডিয়া এখন তাদের নিয়ে আলোচনা কিংবা সমালোচনায় ব্যস্ত। তো সেই আলোচনার স্রোতে গা ভাসাতে হাস্যরস নিয়েছে একটি মশার সাক্ষাৎকার। আসুন পড়ে নিই।
হাস্যরস : কেমন আছেন মামা?
মশা : আমি কী আপনার মামা?
হাস্যরস : বাঘকে আমরা সবাই আদর করে মামা ডাকি। সেই হিসেবে আপনাকেও আদর করে মামা বলে সম্বোধন করলাম।
মশা : বাঘের সঙ্গে আমাদের তুলনা করবে না। মশাদের আলাদা স্ট্যাটাস আছে।
হাস্যরস : বলতে চাচ্ছেন, বাঘের চেয়ে আপনারা বড়?
মশা : অবশ্যই বড়। দেখেন বাঘ কিন্তু শুধু সুন্দর বনেই দাপট দেখায়। কিন্তু আমাদের দাপট পুরো ঢাকায় চলছে। মন্ত্রী থেকে শুরু করে সাধারণ জনগণ, সবাই জানে আমরা কী জিনিস। চিকুনগুনিয়া হইছে? হইলে টের পাইতেন!
হাস্যরস : এখনো চিকুনগুনিয়া হয়নি।
মশা : ওহ! সেই জন্য না বুঝেই পুঁচকে বাঘের সঙ্গে মশার তুলনা করতেছেন। অবশ্য সাংবাদিকদের চেষ্টা করি কামড় না দিতে, কারণ আমাদের প্রচার দরকার।
হাস্যরস : তারমানে সাংবাদিকদের সঙ্গে আতাত করে চলতে চাচ্ছেন?
মশা : আতাত করে চলছি না। আমাদের কেন্দ্র থেকে বলা হইছে সাংবাদিকদের এড়িয়ে চলতে। কারণ শুধু তাদের লেখালিখির জন্য চিকুনগুনিয়া রোগ এখন একটা ব্র্যান্ড।
হাস্যরস : কিন্তু সাংবাদিকরা তো আপনাদের বিরুদ্ধে লিখছে?
মশা : এই বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না।কেন্দ্র থেকে নিষেধ আছে।
হাস্যরস : দুই দিনের মশা, ভাতে রে কয় অন্ন। আপনাদেরও কেন্দ্র আছে?
মশা : ফাজলামি করেন? মশারা কি বানের জলে ভাইসা আইছে যে কেন্দ্র থাকবে না? শালার এই জন্যই মিডিয়া এড়িয়ে চলি। উল্টাপাল্টা প্রশ্ন শুনলে মাথা গরম হয়ে যায়।
হাস্যরস : ব্যক্তিগত প্রশ্ন। একটি বিষয় খেয়াল করে দেখেছি আপনারা কয়েল তেমন ভয় পান না। উল্টো কয়েলের আশপাশে ঘুরাঘুরি করেন। কাহিনী কী?
মশা : আমাদের ছেলেরা নেশাখোর হয়ে গেছে। তারা এখন কয়েলের ধোয়া দিয়ে নেশা করে। ব্যপারটা নিয়ে আমরাও চিন্তায় আছি।
হাস্যরস : চিকুনগুনিয়া রোগ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী?
মশা : সবার সহযোগিতা পেলে চিকুনগুনিয়া রোগ সারা দেশে ছড়িয়ে দিতে চাই।
হাস্যরস : ভুক্তভোগীদের উদ্দেশে কিছু বলবেন?
মশা : সবার উদ্দেশে একটা কথা—মশারা আপনাদের শত্রু না। মনে রাখবেন, চিকুনগুনিয়া যার যার, মশারা সবার।