হঠাৎ বৃষ্টিতে জলাবদ্ধ দিনে করণীয়
চারদিকে বৃষ্টি। পানিতে থইথই করছে। আকাশে এক সপ্তাহ সূর্যের দেখা পাওয়া যাবে না বলে মনে হচ্ছে। এমন পরিস্থিতিতে বৃষ্টির দিনে করণীয়বিষয়ক গুরুত্বপূর্ণ সভা করে কিছু গুরুত্বহীন সিদ্ধান্ত নিয়েছে হাস্যরস কর্তৃপক্ষ। আসুন, সময় নষ্ট করে পড়ে নিই।
ড্রেস কোড
বৃষ্টির দিনে গুরুত্বপূর্ণ বিষয় ড্রেস কোড। ড্রেস কোড হিসেবে ব্যবহার করতে হবে হাফপ্যান্ট, স্যান্ডেল। অবশ্য সবচেয়ে ভালো হয় লুঙ্গি ব্যবহার করতে পারলে। এটি যেকোনো পরিস্থিতির সঙ্গে সহজে মানিয়ে নিতে পারবেন।
উপহার
যেহেতু এখন বৃষ্টির দিন, সেহেতু বৃষ্টির কথা মাথায় রেখে উপহার দেওয়া উচিত। আপনি আপনার প্রিয়জনকে গামবুট, লাইফ জ্যাকেট উপহার দিতে পারেন। তবে অনেকে বিয়ের উপহার হিসেবে মেয়ের জামাইকে গাড়ি উপহার দিয়ে থাকেন। আশা করি, তাঁরা এখন গাড়ির বদলে ভালো ব্র্যান্ডের নৌকা উপহার দেবেন। কেননা, দেশে এখন ভালো মানের নতুন নতুন নদী আবিষ্কার হচ্ছে।
সেলফি
কম সময়ে আলোচনায় চলে আসতে বৃষ্টির দিন সেলফি তুলে ফেসবুকে আপলোড করতে পারেন। অবশ্যি এটি বলার তেমন একটা প্রয়োজন নেই। কারণ, অনেকের তো সেলফি ছাড়া চলেই না।