রম্য
ইলিশের একান্ত সাক্ষাৎকার
আমাদের জাতীয় মাছ ইলিশ। নানা কারণে বর্তমানে আবারও আলোচনায়। আর আলোচনায় যারা থাকে, তাদের সাক্ষাৎকার নিয়ে হাস্যরস নিজে আলোচনায় আসার চেষ্টা করে। সে হিসেবে আজকে আমরা ইলিশের সাক্ষাৎকার নেব। আসুন, পড়ে নিই।
হাস্যরস : এখন তো ইলিশের ভরা মৌসুম। অথচ কোথাও ইলিশের দেখা নেই কেন?
ইলিশ : পরিবার পরিকল্পনা করেছি আমরা!
হাস্যরস : আগে শুধু আপনারা পদ্মায় থাকতেন। অর্থাৎ আপনাদের একটা বড় অংশ পদ্মায় বাসস্থান। কিন্তু ইদানীং বাংলাদেশে মতিঝিল, ফার্মগেটসহ অনেক নদী ঢাকায় আসছে। আশা করি, আপনারা এখন স্বাধীন, যেখানে ইচ্ছে থাকতে পারেন।
ইলিশ : ভাতিজা শোন, প্রথমে নদীগুলোর জন্য আমরা নিজেরাও খুশি হইছি। এমনকি স্বাগত মিছিল করেছি। কিন্তু যেদিন মতিঝিল ও ফার্মগেটের দিকে নদীতে ফ্ল্যাট খুঁজতে গেছি, সেদিন শিক্ষা হয়ে গেছে। এইখানে আপনারা থাকতে পারেন, আমরা না।
হাস্যরস : আচ্ছা বাদ দেন সব, কেমন আছেন চাচা?
ইলিশ : চাচা ডাকছেন কেন? আমি কি আপনার বাপের ভাই?
হাস্যরস : না মানে বাঘকে আমরা মামা বলে সম্বোধন করি। তাই আপনাকে চাচা ডাকলাম। তা ছাড়া আপনারা দুজনই সেলিব্রেটি।
ইলিশ : তেল একটু কমায় দাও। পয়লা বৈশাখের এখনো অনেক বাকি। আগেভাগে দাম বাড়ায়তাছ কোন মতলবে?
হাস্যরস : তেল দিচ্ছি না চাচা। ইদানীং পত্রিকা কিংবা টিভি মিডিয়ায় আবারও আপনাদের নিয়ে খুব আলোচনা হচ্ছে।
ইলিশ : সে বিষয় নিয়ে মন্তব্য করতে চাই না। অন্য কিছু প্রশ্ন থাকলে বলেন।
হাস্যরস : কেন, কী হইল?
ইলিশ : ময়লা-আবর্জনা, তার ওপর নদীতে গর্ত। আমাদের ছেলেপেলে গর্তে কিংবা ময়লা-আবর্জনায় থাকবে না। আমাদের আলাদা স্ট্যাটাস আছে।
হাস্যরস : কেন কেন?
ইলিশ : ছোট পরিবার সুখী পরিবার, তা ছাড়া পোলাপান বেশি হইলে মানুষ করা অনেক টাফ!
হাস্যরস : মানুষ করা?
ইলিশ : ইয়ে মানে বড় ইলিশ করা আর কী!
হাস্যরস : হাস্যরসে সাক্ষাৎকার দিয়ে কেমন লাগছে?
ইলিশ : অনেক ভালো লাগছে। ইচ্ছে করছে আপনাকে ডিম ভাজি করে খাওয়াই। কিন্তু এইবার আমরা পর্যাপ্ত ডিম সাপ্লাই দিতে পারি নাই। সুতরাং দুঃখিত।