রম্য
নীল তিমি নিয়ে মুখ খুলল ইলিশ!
প্রজনন মৌসুম হওয়ায় বর্তমানে ইলিশ ধরা নিষিদ্ধ। এই ‘নিষিদ্ধ সময়ে’ গভীর সাগরে ডুব দিয়ে জনৈক ইলিশের সাক্ষাৎকার নিয়েছেন এই রম্যলেখক!
ইলিশ : আমাদের জগতে সুস্বাগতম!
প্রশ্নকর্তা : সেকি! সাক্ষাৎকার তো আমিই শুরু করার কথা..
ইলিশ : সবসময় তো তা-ই করেন, এবার একটু ব্যতিক্রম হলো আর কি। তা ছাড়া আপনি এসেছেন আমাদের পানিরাজ্যে, একটু খাতির তো করতেই হয়!
প্রশ্নকর্তা : খাতিরের নামে আবার নীল তিমির হাতে দিয়ে দেবেন না তো!
ইলিশ : হা হা হা...ভয় পাবেন না। আচ্ছা, ভালো কথা মনে করছেন, আপনাদের ওখানে নাকি ব্লু-হোয়েল তথা নীলতিমি নিয়ে ব্যাপক আলোচনা চলছে?
প্রশ্নকর্তা : (মনে মনে, সাক্ষাৎকার নিতে এসে নিজেই দেখি প্রশ্নের সম্মুখীন!) হ্যাঁ, নীলতিমি এখন মনুষ্যজগতে ব্যাপক আলোচিত। ওই নামে একটি গেমস শেষপর্যন্ত খেললে নিশ্চিতভাবে বিশেষ একটি ‘পুরস্কার’ পাওয়া যায়!
ইলিশ : বলেন কি! গেমস খেলে নিশ্চিত পুরস্কার! দারুণ তো! তা পুরস্কারটা কী?
প্রশ্নকর্তা : মৃত্যু!
ইলিশ : অ্যাঁ! মাফ চাই, সাথে দোয়াও চাই! সমুদ্রে থেকেও নীল তিমি দেখলাম না। এখন এই গেম খেলে মরতে চাই না।
প্রশ্নকর্তা : আচ্ছা, কেমন চলছে আজকাল?
ইলিশ : আজকাল জম্পেশ চলছে!
প্রশ্নকর্তা : তাই নাকি? কেন?
ইলিশ : কারণ বর্তমানে প্রজনন মৌসুম, তাই ইলিশ ধরা নিষিদ্ধ। আমরা তাই ফুরফুরে মেজাজে সর্বত্র ঘুরে বেড়াচ্ছি।
প্রশ্নকর্তা : ও আচ্ছা। তা প্রজনন কেমন হচ্ছে?
ইলিশ : ভাইয়ের কি লজ্জা নাই! আনকমন প্রশ্ন করেন কেন!
প্রশ্নকর্তা : ঠিক আছে, কমন প্রশ্ন, মাছের রাজা ইলিশ হলে মাছের রাণী কে?
ইলিশ : কে আবার? ইলিশের বউ!
প্রশ্নকর্তা : হুম! কখন নিজেকে নিয়ে গর্ববোধ করেন?
ইলিশ : বৈশাখের ঠিক আগে। বাপরে বাপ! ইলিশ খাওয়ার জন্য মানুষ যে হারে ঝাঁপিয়ে পড়ে! নিজেকে তখন ভিআইপি ভিআইপি লাগে!
প্রশ্নকর্তা : ভালো থাকেন, দম ফুরিয়ে আসছে। এখন ডুব থেকে না ওঠলে সত্যি সত্যিই নীলতিমির খাবার হতে হবে!