রম্য
সুবোধের কাল্পনিক সাক্ষাৎকার
অফলাইনে ঝড় তুলে সোশ্যাল মিডিয়ায়ও এখন আলোচনায় সুবোধ। কিন্তু সুবোধ কে? কেউ তাঁর পরিচয় জানে না, কিন্তু তাঁকে নিয়ে চলছে হৈচৈ। যেহেতু সব বিষয়েই নাক গলায় হাস্যরস, সুতরাং সুবোধ বাদ যাবে কেন? প্রিয় পাঠক, আসুন সুবোধের কাল্পনিক সাক্ষাৎকার পড়ে নিই। যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই।
হাস্যরস : কেমন আছেন দাদা?
সুবোধ : দুদিনের বৈরাগী। ভাইরে কয় দাদা। ভারতী সিরিয়াল মনে হয় একটু বেশি দেখা হয়?
হাস্যরস : না, মানে আপনাকে দেখলে দাদা দাদা লাগে তো, তাই বললাম। কিছু মনে নিয়েন না।
সুবোধ : আমারে কই দেখলেন? মজা লন মিয়া?
হাস্যরস : সরাসরি না, ছবি দেখেছি আর কী।
সুবোধ : কিছু মনে নিয়েন না। ব্যাপারটা ক্লিয়ার করার জন্য ধন্যবাদ। মিডিয়ার ভাইব্রাদার পরে আমাকে ভুল বুঝত। কেননা, তাদের চেহারা দেখাই নাই, এখন যদি তারা ভুল বুঝে জানতে পারত কথাটা, তাইলে মনে করত আপনি আমার কাছের লোক, ওরা না।
হাস্যরস : মিডিয়ায় আপনার ভাইব্রাদার আছে?
সুবোধ : এ বিষয় নিয়ে কিছু বলতে ইচ্ছুক না। অন্য কিছু থাকলে বলেন, আমাকে পালিয়ে যেতে হবে।
হাস্যরস : কেন কেন, পালিয়ে যাবেন কেন?
সুবোধ : খ্যাতির বিড়ম্বনা। কেননা যে হারে পোলাপান আমাকে নিয়ে লেখালিখি করছে ফেসবুকে, এখন কেন জানি নিজেরে ফেসবুক সেলিব্রিটি মনে হয়, অর্থাৎ ফেসবুকের হিরো আলম।
হাস্যরস : গতকাল দেখলাম বিভিন্ন নিউজে আপনি গ্রেপ্তার হয়েছেন? ঘটনা কি সত্য?
সুবোধ : আমিও নিউজ দেখে কনফিউজড হয়ে গেছিলাম। পরে আশপাশের লোকদের জিজ্ঞেস করে শিওর হলাম গ্রেপ্তার হইনি। এটা গুজব।
হাস্যরস : আপনি তো দেয়ালকে ফেসবুক ওয়াল করে ফেলছেন। নিয়মিত সেখানে স্ট্যাটাস লিখেন। কাহিনী কী? আপনি তো চাইলে সেই কথাগুলা ফেসবুকে স্ট্যাটাস হিসেবে দিতে পারতেন।
সুবোধ : ফেসবুকে কিছু লিখলে লেখা চোর কপি-পেস্ট করে নিজের নামে নিয়ে নেয়। তাই বাধ্য হয়ে দেয়ালে লিখি। একশত ভাগ নিরাপদ।
হাস্যরস : আচ্ছা, মিডিয়ায় আপনাকে নিয়ে এত হৈচৈ কেন? আপনি কি মিডিয়ার সৃষ্টি?
সুবোধ : আপনিও মিডিয়ার সৃষ্টি।
হাস্যরস : শেষ প্রশ্ন, হাস্যরসে সাক্ষাৎকার দিয়ে কেমন লাগছে?
সুবোধ : মান-ইজ্জত যা ছিল, সাক্ষাৎকার দেওয়ার সৌজন্যে সব আজ গেছে। তবে মাঝখান দিয়ে কোম্পানির প্রচার হইল, এটা ভাল্লাগছে।