রম্য
যে কারণে বাংলাদেশ আসবেন ম্যাকগাইভার
আপনাদের অনেকেরই নিশ্চয় মনে আছে সেই ম্যাকগাইভারের কথা? আশির দশকের ধারাবাহিক টেলিভিশন সিরিজের জনপ্রিয় চরিত্র? বুদ্ধিমত্তার সঙ্গে বিজ্ঞানের সূত্রের ভিত্তিতে বেছে নিতেন নানা কৌশল। সুইস নাইফের সঙ্গে হাতের কাছে থাকা কাগজ, কলম, চুইংগাম, ডাক টেপ, পেপার ক্লিপ, বালি, গাছের ডালসহ নানা বস্তু সেট করে অস্ত্র বানিয়ে শত্রুদের নাকানিচুবানি খাওয়াতেন।
জনপ্রিয় মার্কিন টিভি সিরিজটির মূল চরিত্রে অভিনয় করা রিচার্ড ডিন অ্যান্ডারসন বাংলাদেশে আসতে চান। কিন্তু কেন? জানে না কেউ। তাই একপ্রকার বাধ্য হয়ে হাস্যরস গোপন তদন্ত করে তাঁর বাংলাদেশে আসার পেছনে কিছু কাল্পনিক কারণ পেয়েছে। আসুন পড়ে নিই।
১. বাংলাদেশে যে নানামুখী সমস্যা, সেটি ঠিক করতেই ম্যাক আসছেন। বিশেষ করে ঢাকায় তিনতলার যানজট ঠিক করতে।
২. তিনি শুনতে পেয়েছেন, বর্তমান প্রজন্ম ফেসবুকে আসক্ত। তাদের আবার টিভির স্বর্ণযুগে ফিরিয়ে নিতে চান।
৩. নব্বই দশকে যারা কিশোর ও তরুণ ছিলেন এবং ম্যাকগাইভারকে পছন্দ করতেন, তারা কেমন আছেন, সেটি স্বচক্ষে দেখতেই বাংলাদেশে আসতে চাওয়া অ্যান্ডারসনের।
৪. বাংলাদেশের সবাইকে একটি করে সুইস নাইফ উপহার দিতে চান। যে হারে চুরি-ছিনতাই বেড়েছে, তাই আত্মরক্ষার জন্য উদ্বুদ্ধ করবেন তিনি।