রম্য
মঙ্গল গ্রহে যাওয়ার জন্য টিকেট কেটেছেন?
শুনতে আজব মনে হলেও বাস্তবে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য টিকেট বিক্রি করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা 'নাসা'। বিশ্বের বিভিন্ন দেশের দুই কোটি ৪২ লাখ ৯ হাজার ৮০৭ জন 'লাল গ্রহে' যাওয়ার জন্য টিকেট কেটে ফেলেছে। যাদের মধ্যে এক লাখ ৩৮ হাজার ৮৯৯ জন ভারতীয় আছে। কিন্তু আফসোসের বিষয়, এর মধ্যে কোনো বাংলাদেশি টিকেট কাটেনি। কিন্তু কেন? হাস্যরসের কাল্পনিক তদন্তে উঠে এসেছে ভয়াবহ কিছু চাঞ্চল্যকর তথ্য। আসুন পড়ে মজা নিই।
১. বাংলাদেশে অস্বাভাবিকভাবে পেঁয়াজের দাম বাড়ছে। পেঁয়াজ কিনেই অনেকে ফকির হয়ে যাচ্ছে। হয়তো বা সে জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও মঙ্গলে যাওয়ার টিকেট কেনেনি।
২. ইদানীং ট্রাফিক জ্যাম ভয়াবহ বেড়েছে। দেখা গেল টিকেট কিনে জ্যামে পড়ে অনেকে নির্ধারিত সময়ে সঠিক জায়গায় উপস্থিত হতে পারবে না। সুতরাং সেই ভয়ে হয়তো অনেকে টিকেট কাটেনি।
৩. মঙ্গল গ্রহে পানির অস্তিত্ব নেই। দেখা গেল মঙ্গলে গিয়ে টয়লেট চাপল, কিন্তু পানি পাওয়া গেল না। তখন কী হবে? আমরা আবার শতভাগ স্যানিটেশনের আওতায়। হয়তো বা মঙ্গল গ্রহে যাওয়ার জন্য টিকেট না কাটার এটাও একটা কারণ।