রম্য
মিস্টার বিনের বিশেষ সাক্ষাৎকার
সবাইকে হাসিয়ে মিস্টার বিন হিসেবেই তিনি পরিচিতি পেয়েছেন পৃথিবীব্যাপী। যদিও তাঁর নাম রোয়ান অ্যাটকিনসন। তো, মিস্টার বিনের বয়স এখন ৬২ বছর। সুখবর হচ্ছে, এ বয়সে আবারও বাবা হতে যাচ্ছেন তিনি। প্রিয় পাঠক, বাবা হওয়ার সুবাদে মিস্টার বিনকে আমরা সুযোগ দিয়েছি হাস্যরসে কাল্পনিক সাক্ষাৎকার দেওয়ার জন্য। আসুন, পড়ে নিই।
হাস্যরস : কেমন আছেন বিনদা?
মি. বিন : হাস্যরসে সাক্ষাৎকার দিচ্ছি বলে আমাকে সহজলভ্য ভাববেন না। মাঝেমধ্যে সব তারকার খারাপ সময় যায়।
হাস্যরস : কে বলল আপনার খারাপ সময় যায়? আপনি তো বাবা হইছেন। অভিনন্দন।
মি. বিন : ধন্যবাদ।
হাস্যরস : তো, বাবা কীভাবে হলেন?
মি. বিন : এ কেমন প্রশ্ন?
হাস্যরস : আপনার ভক্তরা কিন্তু জানতে চায়!
মি. বিন : হাসপাতালে গেলাম। ডাক্তার এসে বলল, আপনি বাবা হইছেন। ঠিক আছে? (রেগে বললেন)
হাস্যরস : বলেন কী? আমিও তো অনেকবার হাসপাতালে গেছি, কিন্তু কোনো ডাক্তার তো আমাকে এই কথা বলেনি।
মি. বিন : আপনার বউ আছে?
হাস্যরস : নেই।
মি. বিন : সন্তান কি গাছে ধরে? নাড়াচাড়া করলাম, পড়ে গেল! আগে বিয়ে করেন, পরে বাবা হতে পারবেন।
হাস্যরস : হাস্যরসে সাক্ষাৎকার দিয়ে কেমন লাগছে?
মি. বিন : যেমন লাগার লাগুক, তবে দয়া কইরা কাউকে বলবেন না আমি সাক্ষাৎকার দিয়েছি। সবাইকে বইলেন এটা কাল্পনিক সাক্ষাৎকার।
হাস্যরস : ওকে মামা।
মি. বিন : মামা মানে?
হাস্যরস : না মানে আপনি মামার বাড়ির আবদার করছেন, তাই বললাম।