রম্য
কারিনার জামা যে কারণে এত দামি
কয়েক দিন আগে জনপ্রিয় নায়িকা কারিনা কাপুর এক পার্টিতে একটি হলুদ রঙের জামা পরে যান, যেটির ভারতীয় মূল্য ৯০ হাজার রুপি। অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ ১৮ হাজার টাকা। জানা গেছে, সেই জামাতে স্বর্ণ কিংবা দামি কোনো বস্তু নেই। তাহলে কী আছে সেই জামায়? এ নিয়ে আলোচনা করতে রম্য স্টুডিওতে বিনা নিমন্ত্রণেই এসেছিলেন বিশিষ্ট সমালোচক মিস্টার ভকাস আলী। এ সম্পর্কে তিনি বলেন :
‘দেখুন জামা বা টপসটি অতি সুন্দর পোশাক। আমাদের প্রত্যেকেরই উচিত এর যথাযোগ্য মর্যাদা দান করা।’
রম্যরস : দেখুন, আপনার মুখস্থ বুলি ছেড়ে বলুন টপসের এত মূল্যের পেছনে কারণ কী হতে পারে?
ভকাস আলী : অনেক রকম কারণ হতে পারে। যেমন :
১. এই রেশম কাপড় তৈরিতে দামি কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়েছে। যার ফলে কখনো আলাদা করে কাপড়ে পারফিউম ব্যবহার করতে হবে না।
২. টপসের হাতা রিমোট কন্ট্রোল সিস্টেমে ছোট-বড় করার ব্যবস্থা আছে।
৩. টপসের ভেতরের অংশ স্বয়ংক্রিয়ভাবে ঠান্ডা-গরমের ব্যবস্থা (এয়ারকন্ডিশনিং সিস্টেম) রয়েছে।
৪. টপসে পাসওয়ার্ড সিস্টেম পকেট রয়েছে। যেটিতে দামি জিনিসপত্র রেখে পাসওয়ার্ডের মাধ্যমে লক করে দেওয়া যাবে।
৫. অথবা এমনও হতে পারে, শুধু টপসের দাম ১০০০ রুপি আর বাকি ৮৯ হাজার রুপির জিনিসপত্র টপসের পাসওয়ার্ডওয়ালা পকেটে রাখা আছে।
রম্যরস : সত্যি মিস্টার ভকাস আলী, আপনার সমালোচনাই আপনার নামের স্বার্থকতা।
ভকাস আলী : ধন্যবাদ।