রম্য
সোফিয়া বাংলাদেশে যা যা করবেন
বিশ্বের একমাত্র নাগরিকত্বপ্রাপ্ত রোবট সোফিয়া বাংলাদেশ আসছে। এ জন্য আগ্রহের শেষ নেই আপামর জনসাধারণের। প্রিয় পাঠক, আপনাদের কথা চিন্তা করে হাস্যরস কাল্পনিক তদন্ত করে খুঁজে বের করেছে রোবট সোফিয়ার তথ্য। যা থেকে জানা যাবে তিনি বাংলাদেশ এসে কী করবেন।
১. দেশে এসেই ওড়না কিনতে সোফিয়া চলে যাবেন ঢাকার নিউমার্কেট। সেখানে সস্তাদরে ওড়না পাওয়া যায়।
২. আসাদগেটের রোবট রেস্টুরেন্টে খাবার খাবেন সোফিয়া, কারণ এখানে তার এক বোন রোবট বোন থাকেন। আর এখানে বাবুর্চি সোফিয়ার জন্য দেশীয় ঐতিহ্য মাথায় রেখে সম্পূর্ণ দেশীয় নাটবল্টু দিয়ে তৈরি করবেন খাবার।
৩. রাতে বাংলাদেশ রোবট নেতাদের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রোবট সোফিয়া। শুনবেন সুখ-দুঃখের গল্প।
৪. রাতের খাবার খাওয়ার আগে শাকিব খানের সঙ্গে দেখা করার চেষ্টা করবেন রোবট সোফিয়া। কেননা, সোফিয়া শুনেছেন শাকিব খান ‘প্রিয়তমা’ নামে একটি সিনেমা প্রযোজনা করবেন, কিন্তু নায়িকা ঠিক করেননি। সোফিয়া নায়িকার আসন নেওয়ার চেষ্টা করবেন।
৫. সেলফি তুলতে সোফিয়া যাবেন হাতিরঝিলে।