রম্য
ইঁদুরই প্রধান দুর্নীতিবাজ
নিরীহ প্রাণী হরিণের শাবক আজ ঘুম থেকে উঠে খুব তাড়াহুড়া শুরু করল। তার হরিণ বাবাকে ডেকে বলল, বাবা, আজ আমার একটা র্যালি হবে। ক্লাস শুরুর আগেই র্যালিতে অংশ নিতে হবে। কিসের র্যালি? জানতে চাইল বাবা। ওমা, তুমি জানো না। আজ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। প্রতিবছর ৯ ডিসেম্বর বিশ্বে এ দিবস পালন করা হয়।
ওহ্ তাই, আমার মনে থাকে না বাবা।
আচ্ছা বাবা, বল তো দুর্নীতি কী এবং কারা বেশি দুর্নীতিবাজ?
কীভাবে বলব (আমতা আমতা করে), এখন স্কুলে যাও, পরে বলব। তুমি বড় হলে সব জানতে পারবে।
তুমি কিচ্ছু জানো না। আমি বলছি সবচেয়ে বেশি দুর্নীতিবাজ হচ্ছে ইঁদুর।
ইঁদুর!! (আশ্চর্য হয়ে), তা তুমি জানলে কীভাবে? বললেন বাবা।
বাবা, তুমি দেখছ না গাছে সাঁটানো পোস্টারে ইঁদুরগুলো টাকা, কাগজপত্র থেকে শুরু করে যা পায়, তা কেটে কুটকুট করে ফেলছে। আর ফাঁদ দিয়ে ইঁদুরগুলোকে মারা হচ্ছে। আমিও এমন দুর্নীতি দমন করব। আমাকে একটা ফাঁদ কিনে দিবে বাবা?
কথা শুনে হরিণ তো মাথায় হাত দিয়ে তার শাবকের প্রশ্নের উত্তর না দিয়ে বিড়বিড়িয়ে বলতে লাগল। আমি বুঝি না, এ কেমন দুর্নীতি দমন? পোস্টারে শুধু ইঁদুরদের ছবি কেন? সিংহ, বাঘ, কুমিরসহ এদের মতো আরো অনেক হিংস্র প্রাণী আমাদের জীবন্ত ধরে খাচ্ছে। এসব আড়াল করে শুধু ইঁদুরদেরই বা দোষারোপ করছে?