রম্য
পেঁয়াজের ঝাঁজালো সাক্ষাৎকার
বাড়তে বাড়তে পেঁয়াজের দাম ১০০ টাকা ছাড়িয়েছে। তাই সময়ের আলোচিত ‘তারকা’ পেঁয়াজ। পেঁয়াজের ঝাঁজ তথা উচ্চমূল্যে মানুষ এখন দিশেহারা। এ অবস্থায় পেঁয়াজ মশাইয়ের একান্ত সাক্ষাৎকার নিয়েছেন হাস্যরস প্রতিবেদক।
প্রশ্ন : কী খবর পেঁয়াজ মহাশয়?
পেঁয়াজ : খবর পত্রিকায়।
প্রশ্ন : মানে?
পেঁয়াজ : মানে আমি এখন নিয়মিত পত্রিকার খবর হচ্ছি।
প্রশ্ন : ও আচ্ছা। তা আছেন কেমন?
পেঁয়াজ : ভিআইপি মুডে আছি।
প্রশ্ন : বলছেন কী?
পেঁয়াজ : সত্যিই তো বলছি। আমার দাম ব্যাপক হারে বেড়েছে, মিডিয়ায় আমাকে নিয়ে ব্যাপক আলোচনা... নিজেকে ভিআইপি ভাবতে দোষ কোথায়?
প্রশ্ন : না, আসলেই দোষ নেই। তা নিজের দাম এত বাড়িয়ে নিলেন কেন?
পেঁয়াজ : বোকার মতো কথা বলবেন না। দাম কি হঠাৎ করে এতটা বেড়েছে? ধারাবাহিকভাবে দাম বেড়ে চলেছে, সিন্ডিকেট দাম বাড়াতে তৎপর, অথচ আপনাদের কোনো খেয়ালই নেই। কর্তাব্যক্তিরা শুধু...
প্রশ্ন : ইয়ে মানে, আপনি একটু বিপজ্জনক পথে চলে যাচ্ছেন।
পেঁয়াজ : বুঝি তো। সত্য কথা বললেই...
প্রশ্ন : পেঁয়াজ মশাই, রাখেন তো এসব কথা। নিজের সম্পর্কে একটি খাঁটি কথা বলুন?
পেঁয়াজ : পেঁয়াজ কাটার সময় মানুষ কাঁদে, পেঁয়াজের দাম বাড়লেও মানুষ কাঁদে।
প্রশ্ন : তা আপনার দাম কমার কোনো লক্ষণ দেখছেন?
পেঁয়াজ : লক্ষণ তো বেশ দূরে।
প্রশ্ন : মানে?
পেঁয়াজ : মানে ভিভিএস লক্ষ্মণের কথা বলছিলাম আর কী। উনি তো পাশের দেশ ভারতের।
প্রশ্ন : না মশাই, আপনার কথাবার্তা কেমন উল্টাপাল্টা। বাসায় গিন্নি অপেক্ষা করছেন, ১০ টাকায় দুইটা পেঁয়াজ নিয়া বাসায় যাই...