রম্য
যাত্রীসেবায় কার্যকরী নতুন অ্যাপ
উবার, পাঠাও, স্যাম—এরপর ঢাকাবাসী যাত্রীদের সেবা দিতে এসে গেল আরো কিছু নতুন অ্যাপ। নতুন এই কার্যকরী অ্যাপ সম্পর্কে তাই আপনি জেনে নিতে পারনে হাস্যরসের কাছ থেকে।
*অ্যাপ উঠাও
যাত্রীসেবায় যত অ্যাপই আসুক না কেন, জ্যামের কারণে কোনো অ্যাপই শতভাগ সফল বলা যায় না। এমতাবস্থায় এসে গেল আমাদের নতুন অ্যাপ উঠাও। এই অ্যাপের মাধ্যমে ঢাকার বিভিন্ন পয়েন্টে গ্যাস বেলুন রাখা থাকবে। গ্যাস বেলুনে একজন ড্রাইভার ছাড়াও যাত্রীদের জন্য বেশ কয়েকটি সিট থাকবে। মিরপুর থেকে মতিঝিলগামী গ্যাস বেলুনে সিট ফাঁকা আছে। ধরা যাক, ফার্মগেট থেকে মতিঝিল যাবেন একজন। তিনি ফার্মগেট থেকে অ্যাপের মাধ্যমে গ্যাস বেলুন কল করবেন। ফার্মগেটের নির্দিষ্ট পয়েন্টে সেই বেলুন ল্যান্ড করে যাত্রী তুলে নেবে। আবার উড়াল দেবে। জ্যামের কোনো কারবার নেই। ভাড়াও নামমাত্র।
*অ্যাপ ভাসাও
দেশের আবহাওয়ার মাথা খারাপ হয়ে গেছে। গ্রীষ্ম, বর্ষা থেকে শুরু করে শীতকালেও বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি মানেই ঢাকা শহর ঢাকা নদীতে পরিণত হচ্ছে। স্বাভাবিকভাবেই যানবাহনের চেয়ে নৌকা সার্ভিস বেশি উপকারী। কাজেই ভাসাও নামে নৌকা সার্ভিস চালু করলে মন্দ হবে না নিশ্চয়ই।
*অ্যাপ টানাও
ঢাকা বিল্ডিংয়ের শহর। যাত্রীসেবায় এই সু উচ্চ বিল্ডিংগুলোকে কাজে লাগানোর সময় এসে গেছে। এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং ক্যাবল কারের শক্ত দড়ি টানা থাকবে। দুই পাহাড়ের মাঝখানে যেমন ক্যাবল টানা থাকে ওরকম বিল্ডিং-এর মাঝে ক্যাবল তার টানা থাকবে। যাত্রীরাও সহজেই নিচের মনোরম দৃশ্য দেখতে দেখতে নিজের গন্তব্যে পৌঁছাবেন। সে ক্ষেত্রে নতুন এই অ্যাপ সার্ভিসের নাম হতে পারে ‘টানাও’।
*অ্যাপ হাঁটাও
সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে মানুষ হাঁটতে ভুলে গেছে। অথচ অতীতের কথা ভাবুন তো! গ্রামে দু-তিনজন মানুষ গল্প করতে করতে দূরের বাজারে যাচ্ছেন। এবং এতে তাদের ক্লান্তি লাগছে না। শরীরও ফিট থাকছে। শহরেরও মানুষদের ফিট রাখতে এবার তাদেরকেও নতুন অ্যাপ হাঁটাও-এর আওতায় আনতে হবে। একা একা হাঁটতে যেহেতু ভালো লাগবে না। তাই নতুন এই ‘হাঁটাও’ অ্যাপ-এর কাজ হবে সঙ্গী জোগাড় করা। ধরা যাক, একজন ফার্মগেট থেকে পুরান ঢাকা যাবেন। তিনি হাঁটাও অ্যাপে গিয়ে সেটা জানান দেবেন। নিজের অবস্থান জানান দেবেন। অন্য দু-একজন যারা ফার্মগেট থেকে শাহবাগ যাবেন, তাঁরা এটা দেখে ওই ব্যক্তির সঙ্গে যোগ দেবেন। এতে গল্প করতে করতে অনায়াসেই গন্তব্যে পৌঁছানো সম্ভব। টাকা তো বাঁচবেই, শরীরটাও ফিট থাকবে।