রম্য
অবিবাহিত ছেলেমেয়েদের চিনবেন যেভাবে
অপরিচিত ছেলে অথবা মেয়ে বিবাহিত কি না, তা পরখ করার জন্য কাবিননামা চাওয়া হয়। অথচ অনেক দম্পতি কাবিননামা সাথে নিয়ে চলে না, তাই এজন্য বিপাকে পড়ে তারা। আর তাই হাস্যরস এমন কিছু আজগুবি উপায় বের করেছে, যার ফলে কাবিননামা ছাড়াই আপনি দ্রুত সময়ে বুঝতে পারবেন তারা বিবাহিত কি না। আসুন বিবাহিত-অবিবাহিত ছেলেমেয়েদের লক্ষণ দেখে নিই।
১. বিবাহিত ছেলেরা স্ত্রীদের সাথে নিয়ে যখন ঘুরে তখন তাঁদের মুখে মজলুম ভাব থাকে। কারণ যেকোনো সময় স্ত্রী শপিংয়ে যেতে চাইবে।
অন্যদিকে অবিবাহিত মেয়েরা যখন তাঁদের প্রেমিকদের সাথে ঘোরে তখন তাঁদের মুখে ‘চোরচোর’ ভাব থাকে। কারণ যেকোনো সময় পরিবারের কেউ দেখে ফেলতে পারে।
২.বিবাহিত ছেলেরা স্ত্রী পাশে থাকলে মিনমিন করে কথা বলে।
অপরদিকে অবিবাহিত ছেলেরা প্রেমিকা পাশে থাকলে উচ্চস্বরে কথা বলে।
৩.অবিবাহিত ছেলেদের শপিংমলে কানে হেডফোন গুঁজে কিংবা পকেটে হাত ঢুকিয়ে রাজার হালে ঘুরতে দেখা যায়।
অপরদিকে বিবাহিত মেয়েদের খালি হাতে আয়েশি ভঙ্গিতে শপিংমলে রানির হালে ঘুরতে দেখা যায়। কেননা শপিং এর ব্যাগ তারা স্বামীর হাতে দিয়ে দেয়।