রম্য
সহনশীল ছেলেরা প্রেমিক হিসেবে যেমন
প্রেমিক অনেক প্রকার হয়। কেউ ভালো, কেউ মন্দ। তবে সহনশীল ছেলেরা প্রেমিক হিসেবে কেমন? প্রিয় পাঠক, আসুন পড়ে নিই।
১. সহনশীল প্রেমিকরা বলার আগেই প্রেমিকাদের অ্যাসাইনমেন্ট কিংবা প্রেজেন্টেশনের স্লাইড তৈরি করে দেয়। বুঝতেই পারছেন, সহনশীল প্রেমিক থাকলে ভার্সিটির অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশন নিয়ে ভাবতে হবে না।
২. সহনশীল প্রেমিকরা খুবই ধৈর্যশীল। শপিংমলে ঘণ্টার পর ঘণ্টা প্রেমিকার পেছনে শপিংব্যাগ নিয়ে ঘুরবে, কিন্তু কোনো প্রতিবাদ করবে না।
৩. সহনশীল প্রেমিকরা সব সময় প্রেমিকাদের পেছনে ইনভেস্টমেন্ট করে থাকে। সেইটা হোক বড় ছেলে নাটকের মতো দুই টাকার বাদাম দিয়ে কিংবা হাজার টাকার মেকআপ বক্স গিফট দিয়ে।
৪. সহনশীল প্রেমিকরা বেশ লজ্জাশীল হয়। প্রেমিকারা বকাঝকা করলে লজ্জায় লাল হয়ে যায়।