রম্য
নতুন বছরে যা যা ঘটবে
শুরু হলো নতুন বছর ২০১৮। এই নতুন বছরে এমন কিছু বিষয় আছে, যা ঘটবেই! জেনে নেওয়া যাক সেগুলো কী—
১. নতুন বছরে জীবনে নতুন সুবাতাস বইবার আশায় থাকবেন আপনি। কিন্তু বাস্তবে পুরোনো সব জঞ্জাল আরো বাড়তেই থাকবে!
২. চাকরিজীবীরা নতুন বছরের শুরুতেই অফিস থেকে ছুটি নিয়ে দূরে কোথাও বেড়িয়ে আসার চিন্তা করবেন। কিন্তু ছুটি তো মিলবেই না, উল্টো অফিসের বস বাড়তি কাজের দায়িত্ব চাপিয়ে দেবেন!
৩. বছর পাল্টে নতুন বছর আসায় প্রেমিকরা আশায় থাকবেন, প্রেমিকা পাল্টে গিয়ে নিয়মিত ফোন দেবে, রেস্টুরেন্টে বিল দেবে, উপহারও দেবে! বাস্তবে প্রেমিকা মিসকল দেওয়াও কমিয়ে দেবে, আরো দামি রেস্টুরেন্টে খেয়ে প্রেমিকের পকেট কাটবে, আরো বেশি উপহার না দিলে প্রেম ঘ্যাচাং করে দেবে!
৪. নতুন বছরের শুরুতেই বাড়িওয়ালার হাঁকডাক শোনা যাবে! যাঁরা ভাড়া বাসায় থাকেন, তাঁদের কাছে বছরের শুরুতেই বাড়িওয়ালা ‘বাসা ভাড়া বাড়ানো হয়েছে’ মর্মে নোটিশ পাঠাবেনই!
৫. যাঁরা বিবাহিত, তাঁদের বউ নতুন বছরের শুরুতেই ঘ্যানরঘ্যানর করা শুরু করবে! ‘এই বছর আসতে না আসতেই পাশের বাসার ভাবি তিনটা শাড়ি কিনে ফেলছে, আর আমি একটাও কিনতে পারলাম না! মুখ দেখানোর আর জোঁ নেই...’ এই হচ্ছে তাদের ঘ্যানরঘ্যানর!
৬. নতুন বছরটাতে অসংখ্য ‘জীবিত’ পুরুষ ‘বিবাহিত’ পুরুষে রূপান্তরিত হবেন!
৭. নতুন বছরে আর কিছু পাল্টাক বা না পাল্টাক, ঘরের ক্যালেন্ডার ঠিকই পাল্টে যাবে!