রম্য
ছিঁচকে চোরের জনসভা
খবর শুনে বেক্কল চোর তো মহাখুশি। আজ থেকে সে নাকি বেক্কল না। একেবারে আক্কেল চোর হয়ে গেছে। সেই খুশিতে সব চোরকে নিয়ে জনসভার আয়োজন করে বেক্কল চোর। নিচে তার ভাষণের অংশবিশেষ কিছু অংশ ছাপা হলো হাস্যরসে।
পরথমে কবির ভাষায় বলতে চাই, আমরা সবাই চোর আমাদেরি চোরের রাজত্বে , চোরে চোরে খালতো ভাই স্ব-স্ব পেষিত্বে। আমরা সবাই চোর।
পিরিয় আমার ছোট-বড় চোরেরা। আমারে তোরা সবাই ছিঁচকে বইলা জানস। এইসব নিয়া আমার মনে মাঝে মইধ্যে কষ্ট হইত। অহন আর আমার কুনো কষ্ট নাই। আমারতন বড় বড় চোরেরা স্বগৌরবে যহন আত্মস্বীকার করছে আমার পরানটা ভইরা গেছে।
চোর ভাইয়েরা, আইজ একটা নতুন শিক্ষা দিতে এই জনসভার আয়োজন করছি। এইটা হইলো গিয়া বিগত দিনে আমরা যারা মাইনষের বাড়িতে, গাড়িতে, রাস্তাঘাটে চুরি-ছিনতাই করছি, তাগো সব কাইরা লইছি। আইজ চিন্তা কইরা দেখলাম সর্বস্ব চুরি-ছিনতাই করা ঠিক না। তারা তো মানুষ, তাদের কথা চিন্তা কইরা কিছু রাইখা সহনীয় পর্যায়ে চুরি-ছিনতাই করবি। পরিশেষে জানাইতেছি, আল্লাহ তোগোরে পুলিশের হাত খেইক্কা বাঁচাইয়া রাখুক। আর পারলে চুরি করা ছাইড়া দিস। কারণ দেশে চোর-ডাকাত বাইড়া গেছে।