রম্য
শীতকালের যত সুবিধা
শীত মানেই ঠান্ডা। তো বাংলাদেশে চলছে এখন শীতকাল। চারদিকে কুয়াশায় ঢাকা। এত শীত পড়ছে যে শীতের পিটুনিতে কেউ দাঁড়াতে পারছে না। কিন্তু খেয়াল করলে দেখবেন, শীতকাল কষ্টের হলেও এর অনেক পজিটিভ দিক আছে। প্রিয় পাঠক বুঝতেই পারছেন, হাস্যরস আজ আলোচনা করবে শীতকালের পজিটিভ দিক নিয়ে।
বিদ্যুৎ সাশ্রয়
শীতকালে অযথা ফ্যান কিংবা এসি ব্যবহার করতে হয় না। তাই অন্যান্য মাসের তুলনায় শীতকালে বিদ্যুৎ বিল কম আসে, পাশাপাশি বিদ্যুৎ অপচয় হয় না একদম।
পানি
গরমের সিজনে একটু পর পর গোসল করতে হয়। কিন্তু শীতকাল একদম ব্যতিক্রম। গোসল করা তো দূরের কথা, অনেকে শীতকালে গোসলের নাম শুনলেই ভয় পায়। সে হিসেবে বলা যায়, শীতকালে পানির অপচয় কম হয়। সুতরাং পানির অপচয় রোধ করার জন্য হলেও শীতকাল খুব উপকারী।
চিকনা বডি
গরমকালে অনেক বডি বিল্ডার বডি দেখিয়ে হাঁটতে পারে। এতে বিপদে পড়ে যায় চিকনা বডিওয়ালা ভাই-ব্রাদার। তারা নিজেদের গার্লফ্রেন্ডের তাচ্ছিল্য স্বীকার হয়। কিন্তু শীতকালে সবাই সমান। সবাই বডি ঢেকে হাঁটে। তাই বলা যায়, শীতকাল চিকনা বডিওয়ালাদের পৌষমাস হলেও বডি বিল্ডার ভাইদের জন্য সর্বনাশ।