রম্য
শীতে আমার ভিডিও বেশি করে দেখুন : হিরো আলম
শীতে ক্রমেই বাড়ছে। এমতাবস্থায় শীতের স্পেশাল গরম গরম কাল্পনিক সাক্ষাৎকার নিতে আমরা গিয়েছিলাম হিরো আলমের কাছে। প্রিয় পাঠক, আসুন সময় নষ্ট না করে সাক্ষাৎকার পড়ে নিই।
হাস্যরস : কেমন আছেন হিরো দাদা?
হিরো আলম : ধন্যবাদ।
হাস্যরস : ধন্যবাদ কেন?
হিরো আলম : আসলে আমাকে কেউ দাদা বলে সম্বোধন করলে নিজেকে কলকাতার হিরো আলম মনে হয়।
হাস্যরস : বাংলাদেশের হিরো আলম হয়ে খুশি নয়?
হিরো আলম : অবশ্যই খুশি। তবে বাংলাদেশকে আমার দেওয়ার মতো আর কিছু নাই। এখন কলকাতাকেও কিছু দিতে চাই। সত্যি কথা বলতে শিল্পীদের কোনো দেশ নাই।
হাস্যরস : সব কিছু বুঝলাম।কিন্তু কলকাতাকে আপনি ঠিক কী দিতে চাচ্ছেন?
হিরো আলম : দেখেন আমি চলচ্চিত্রকে শিল্প হিসেবে দেখি, ব্যবসা হিসেবে নয়।তাই আমার সব কিছু ইউটিউবে ফ্রি পাওয়া যায়। আমি চাই কলকাতার জন্য মুভি বানাব। তারা যাতে ইউটিউবে ফ্রি দেখতে পায়।
হাস্যরস : কিন্তু ইউটিউবে কিছু দেখতে ইন্টারনেট কানেকশন লাগে। তার জন্য টাকা দরকার।
হিরো আলম : ব্যাপার না।আমার ওয়াইফাই পাস ওয়ার্ড দিয়ে দিব।
হাস্যরস : তো দেশে এখন প্রচণ্ড শীত। তো শীতে গরম হতে আপনার কোনো টিপস আছে?
হিরো আলম : শীতে আমার ভিডিও বেশি করে দেখুন,গরম হয়ে যাবেন।