রম্য
শীত তাড়ানোর মহাওষুধ ছক্কা : ক্রিস গেইল
শীতের তীব্রতা বাড়ছেই।আমজনতা থেকে মহাতারকারা,কেউ শীতের হাত থেকে বাঁচতে পারছেন না। তো সম্প্রতি বাংলাদেশের তীব্র শীত নিয়ে কী ভাবছেন ক্রিকেটার মহাতারকা গেইল? জানতে যোগাযোগ করছিলাম তাঁর সাথে।প্রিয় পাঠক, বিস্তারিত পড়ে নিন।
হাস্যরস : তো গেইল মামা, ক্যারিবিয়ান দ্বীপে এখন কী চলে?
ক্রিস গেইল : হিরো আলমের সাক্ষাৎকার।
হাস্যরস : মানে?
ক্রিস গেইল : একটু আগে দেখলাম হাস্যরস তাঁর সাক্ষাৎকার প্রকাশ করল।ভাবলাম সাক্ষাৎকার পড়ে অনুশীলনে যাব।
হাস্যরস : আপনি নিয়মিত হিরো আলমের সাক্ষাৎকার পড়েন?
ক্রিস গেইল : চোখে পড়লে পড়া হয়।তবে গতকাল শাকিব দাদা এবং মীম ম্যাডামের লাল লিপিস্টিক আইটেম সং দেখলাম।ভালো লাগছে।
হাস্যরস : শাকিব খান কে দাদা ডাকলেন, কিন্তু মীমকে দিদি না ডেকে ম্যাডাম ডাকলেন যে?
ক্রিস গেইল : কয়েকদিন আগে নিউজে দেখলাম আপনাদের দেশের কাকে জানি আপা ডাকায় তিনি হেব্বি মাইন্ড খাইছেন, আরেকজন না কী মাইর দিছেন।তাই ঝুঁকি নিইনি।
হাস্যরস : আচ্ছা, আপনি হয়তো জানেন বাংলাদেশে প্রচুর শীত পড়েছে। তো এই তীব্র শীতে গরম হতে কী করা যেতে পারে?
ক্রিস গেইল : শীত তাড়ানোর মহৌষধ ছক্কা। বেশি করে ক্রিকেট খেলুন, গরম থাকুন।