রম্য
কালবৈশাখী এবং বৃষ্টির দিনে করণীয়
কালবৈশাখী এবং বৃষ্টি আবার শুরু হয়ে গেছে।ঘর থেকে অনেকেই বের হতে পারছে না। তাহলে উপায়? প্রিয় পাঠক, আপনাদের কথা মাথায় রেখে হাস্যরসের কাল্পনিক কালবৈশাখী বিশেষ আয়োজন। আসুন পড়ে নিই কালবৈশাখীর বৃষ্টির দিনে করণীয় কী হতে পারে।
১. ফেসবুকে স্ট্যাটাস
রাত ছাড়া দিন যেমন কল্পনা করা যায় না,ঠিক তেমনি বৃষ্টির দিনে ফেসবুক স্ট্যাটাস ছাড়া কল্পনা করা যায় না। আপনি যদি বাঙালি ফেসবুকার হোন,তাহলে তো আপনাকে অবশ্যই কালবৈশাখী বৃষ্টির দিনে কবিতা লিখে ফেসবুকে স্ট্যাটাস শেয়ার দিতেই হবে। সেটা হোক নিজের বানানো, কিংবা কপি পেস্ট।
২. বৃষ্টি ভেজা সেলফি
বর্তমান যুগ সেলফির যুগ। কালবৈশাখীর বৃষ্টি সেলফি ছাড়া কী উদযাপন করা যাবে? তাহলে দেরি কেন, বৃষ্টিতে ভিজে সেলফি তুলে আপলোড করতে পারেন ফেসবুকে। অবশ্য যারা বৃষ্টিতে ভিজতে পছন্দ করেন না, তাঁরা চাইলে ফটোশপের মাধ্যমে এডিট করে বৃষ্টিতে ভেজার ছবি আপলোড করতে পারেন।
৩. নদীনালা
আপনি কী ঢাকা শহরে থাকেন? অনেক দিন কী গ্রামের পুকুর কিংবা নদী নালা দেখা হয় না? তাহলে বৃষ্টির দিন বাসা থেকে বের হয়ে যান। আশাকরি পুকুর নদী নালা খাল বিল কিংবা সাগর এক সাথে দেখতে পারবেন।