রম্য
নিজের বিয়ের দাওয়াত নিজেই পাই নাই : প্রভাস
‘বাহুবলি’ এখন অতীত। কিন্তু তার আলোয় এখনো আলোকিত সুপারস্টার প্রভাস। ভারতের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ তালিকার শীর্ষেই রাখা হয় প্রভাসকে। তো, এবার প্রভাস দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর ভাইঝি নীহারিকাকে বিয়ে করতে চলেছেন বলে সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রিয় পাঠক, ঘটনার সত্যতা যাচাই করতে আমরা গিয়েছিলাম প্রভাসের কাছে। আসুন সময় নষ্ট না করে প্রভাসের কাল্পনিক সাক্ষাৎকার পড়ে নিই।
হাস্যরস : দাওয়াত কই?
প্রভাস : কিসের দাওয়াত?
হাস্যরস : আপনার বিয়ের দাওয়াত?
প্রভাস : আমার কি বিয়ে হয়ে যাচ্ছে? কার সঙ্গে কখন? আমার বিয়ে, অথচ আমি নিজেই দাওয়াত পাই নাই।
হাস্যরস : মজা লন ভাই? তলে তলে টেম্পো চলে, আমরা বললে হরতাল? নীহারিকা ভাবির সঙ্গে বিয়ে, আমরা জানি কিন্তু।
প্রভাস : নারে ভাই। এইগুলা মিডিয়ার সৃষ্টি।
হাস্যরস : বলেন কী? তা মিডিয়া আপনার বিয়ের খবর সৃষ্টি করল কেন?
প্রভাস : শুধু কোম্পানির প্রচারের জন্য।